জয়ে ফিরলো সাইফ, হারের বৃত্তেই মোহামেডান
১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৩
।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।
হারের বৃত্ত ভেঙে বের হতে পারছে না দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। সবশেষ স্বাধীনতা ও ফেডারেশনের কাপে গ্রুপ পর্বে বাদ পড়া মোহামেডান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলেও একই বেহাল দশা অব্যাহত রেখেছে। হেরেছে সবশেষ চার ম্যাচই। এদিকে সাদা-কালো শিবিরকে হারিয়ে জয়ে ফিরেছে সাইফ স্পোর্টিং ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার (১৩ ফেব্রুয়ারি) লিগের ৬ষ্ঠ রাউন্ডের দিনের প্রথম ম্যাচে মোহামেডানের ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ছিল সমর্থকরা। দর্শকদের হতাশায় ডুবিয়ে সাইফের সঙ্গে মোহামেডান হেরেছে ২-১ গোল ব্যবধানে।
ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল উপহার দিয়েছে মতিঝিলের ক্লাবটি। যার ফায়দা তুলে নিয়েছে সাইফ শিবির। ম্যাচের লাগাম নিজের তালুতে রেখে গোলও আদায় করে নেয় জোনাথন ম্যাকেন্সট্রির শিষ্যরা। ১০ মিনিটে পার্ক সিয়ুঙের পাস থেকে গোল করে সাইফকে লিড এনে দেন বলশাকভ।
প্রথমার্ধে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় ম্যাকেন্সট্রির শিষ্যরা। ম্যাচে আধিপত্য রেখে ৪৭ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে সাইফ। এবারও গোলের যোগানদাতা পার্ক। তার পাস থেকেই বল জালে জড়ান কর্দোবা।
পিছিয়ে থেকে হুশ ফেরে মোহামেডানের। ৬৭ মিনিটে ব্যবধান কমায় মতিঝিল পাড়ার দলটি। চিকোজির পাস থেকে এবার বল ঠিকানায় ফেলেন বাপ্পী। এরপরে আর ফিরে আসতে পারেনি আলি আজগর নাসিরের শিষ্যরা। হারের স্বাদ নিয়েই মাঠ থেকে বিদায় নেয় তারা।
এ হারে টানা চার ম্যাচে পয়েন্ট খোয়ালো মোহামেডান। বিপিএলের পয়েন্ট টেবিলের আরো তলানিতে নেমে এখন ১১ তে জায়গা করে নিয়েছে। এ জয়ে সাইফরা ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে।
সারাবাংলা/জেএইচ/এমআরপি