Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে জয়ের ধারায় শেখ রাসেল


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৪১

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

হোম ভেন্যুতেই যেন জ্বলে উঠছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আগের ম্যাচে মোহামেডানকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে (বিপিএল) ঘরের মাঠে এবার চট্টগ্রাম আবাহনীকে হারালো অল ব্লুরা। সঙ্গে জয়েও ফিরলো ২০১২-১৩ মৌসুমে ট্রেবলজয়ীরা।

সিলেট জেলা স্টেডিয়াম মানেই পোয়া বারো সাইফুল বারী টিটুর শিষ্যদের জন্য। ঘরের মাঠে এখনও অপরাজিত তারা। বিপিএলে ৬ষ্ঠ রাউন্ডে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোল ব্যবধানে হারের স্বাদ উপহার দিয়েছে শেখ রাসেল।

একমাত্র গোলটি এসেছে খালেকুজ্জামান সবুজের কাছ থেকে। আগের ম্যাচে সাইফের সঙ্গে ড্র করা শেখ রাসেল এবার ঘরের মাঠে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। অন্যদিকে আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারানো বন্দরনগরীর দলটি হারের স্বাদ পেল অ্যাওয়ে ম্যাচে।

ম্যাচে বলতে গেলে ছড়ি ঘুরিয়েছে শেখ রাসেল। তবে প্রথামর্ধে গোল আদায় করতে পারেনি তারা। চট্টলার ক্লাবটি তেমন কোন আক্রমণ গড়ে তুলতে পারেনি। গোলের ব্লকটি খুলে যায় দ্বিতীয়ার্ধে। ৬৬ মিনিটে মুন্নার পাস থেকে বল জালে জড়িয়ে শেখ রাসেলকে উদযাপনের মুহূর্ত এনে দেন দেশি ফুটবলার খালেকুজ্জামান সবুজ। তার একমাত্র গোলেই জয় নিশ্চিত করে টিটুর শিষ্যরা। এর মধ্যে চট্টগ্রাম আবাহনীও সেভাবে ম্যাচে ফিরতে পারেনি। ভাঙতে পারেনি শেখ রাসেলের রক্ষণ।

লিড নিয়ে হাই ডিফেন্সিভ শেখ রাসেল শেষ পর্যন্ত জয়ে ফিরলো। অন্যদিকে হার নিয়ে মাঠ ছেড়েছে জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা।

এ জয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বিপিএল টেবিলের দুইয়ে উঠে এসেছে শেখ রাসেল। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে চট্টগ্রাম আবাহনী।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ/এমআরপি

চট্টগ্রাম আবাহনী শেখ রাসেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর