নিষেধাজ্ঞা পেয়ে ক্ষমা চাইলেন গ্যাব্রিয়েল
১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৯
।। স্পোর্টস ডেস্ক ।।
চার ম্যাচ নিষেধাজ্ঞা মিলেছে ওয়েস্ট ইন্ডিজ পেসার শেনন গ্যাব্রিয়েলের। ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে ‘সমকামী’ বলে মন্তব্য করায় তাকে চার ম্যাচ নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। নিজের এমন মন্তব্যের পর এবার ক্ষমা চেয়েছেন উইন্ডিজ এই পেসার।
কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আন্দিলে ফিকোয়াওকে ‘বর্ণবাদী’ মন্তব্য করে চার ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। এবার তেমনই শাস্তি মিলেছে গ্যাব্রিয়েলের।
আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ২ এর ২.১৩ ধারা অনুযায়ি, কোনো ক্রিকেটার অন্য কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে পারবেন না। এই নিয়মভঙ্গ হলেই চার ম্যাচ নিষেধাজ্ঞা ও ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হবে সেই ক্রিকেটারের। নিয়মভঙ্গের কারণে এবার সেই শাস্তি পেতে হয়েছে উইন্ডিজ এই ক্রিকেটারকে।
শাস্তি পাওয়ার পর দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে ক্ষমা চেয়েছেন গ্যাব্রিয়েল। সেখানে তিনি লেখেন, ‘আমার মনে হয়, যারা আমার এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পাশে ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানানো উচিত। যে ঘটনাটি ঘটেছে এজন্য আমি আমি দুঃখিত।’
এই ঘটনা থেকে শিক্ষা পেয়েছেন বলেও জানান গ্যাব্রিয়েল। ম্যাচে তখন কি ঘটেছিল সেটাও বলেন তিনি, ‘আমাদের মধ্যে কথা হচ্ছিল। ঘটনা ঘটেছে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে। আমি তখন বেশ চাপের মধ্যে ছিলাম, তখন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট আমার দিকে তাকিয়ে ছিলেন। এমনটা প্রায় সকল টেস্ট ক্রিকেটারই করেন।’
‘‘আমার মনে আছে, চাপ থেকে দূরে থাকতেই জো রুটকে বলেছিলাম, তুমি হাসছো কেন? তোমার কি ছেলে পছন্দ? বিপরীতে সে যা বলেছিল তা মাইক্রোফোনে ধরা পড়ে, ‘এটাকে অপমান হিসেবে ধরা ঠিক নয়। কেউ সমকামী হলেও সেটা দোষের কিছু না।’ এরপর আমি বলেছিলাম, ‘এটা নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু এখন তোমার উচিত আমার দিকে তাকিয়ে হাসা বন্ধ করা।’’
তিন ম্যাচ টেস্ট সিরিজের ইংলিশদের বিপক্ষে ২-১ এ এই সিরিজ জিতে নিয়েছিল উইন্ডিজরা।
সারাবাংলা/এসএন