Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাথলেটিকোতেই ২০২২ পর্যন্ত থাকছেন কোচ সিমিওনে


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৫

।। স্পোর্টস ডেস্ক ।।

স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে। নতুন চুক্তিতে ২০২২ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে কোচের দায়িত্বে থাকবেন তিনি। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) তার সঙ্গে নতুন চুক্তির কথা জানিয়েছে অ্যাথলেটিকো।

২০১১ সাল থেকে ক্লাবটির হয়ে কোচের দায়িত্বে আছেন সিমিওনে। আট বছরে ক্লাব ইতিহাসের সবচেয়ে সফলতম কোচ হিসেবে নিজের নাম লিখিয়ে নিয়েছেন তিনি। তার অধীনেই সাতটি শিরোপার ঘরে তুলেছে অ্যাথলেটিকো।

সিমিওনে দায়িত্ব নেওয়ার পর ২০১২-১৩ মৌসুমে কোপা দেল রে’র শিরোপা জিতে নেয় ক্লাব অ্যাথলেটিকো। এরপর ২০১৩-১৪ মৌসুমে লা লিগা শিরোপা ও ২০১৪ সালে সুপারকোপা জিতে নেয় তারা। এছাড়াও দুইবার (২০১১-১২, ২০১৭-১৮) ইউরোপা লিগ ও দুইবার (২০১২, ২০১৮) উয়েফা সুপার কাপ জিতে নেয় তারা।

চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ২৩ ম্যাচে ১২ জয় ও ৮ ম্যাচ ড্র’য়ে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে অ্যাথলেটিকো। টেবিলের শীর্ষে আছে ৫১ পয়েন্ট নেওয়া বার্সেলোনা, আর টেবিলের দুইয়ে আছে ৪৫ পয়েন্ট নেওয়া রিয়াল মাদ্রিদ।

সারাবাংলা/এসএন

অ্যাথলেটিকো মাদ্রিদ আর্জেন্টাইন কোচ চুক্তি দিয়েগো সিমিওনে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর