Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবার আগে কোয়ার্টারে ফরাশগঞ্জ


১৮ জানুয়ারি ২০১৮ ১৯:৫১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয় তুলে নিয়ে স্বাধীনতা কাপের এক ধাপ আগেই পা রেখেছিল ফরাশগঞ্জ। আজ ড্রয়ে সবার আগে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করে ফেলেছে সবশেষ বিপিএলে অবনমন হওয়া দলটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নেমেছিল ফরাশগঞ্জ।

টুর্নামেন্টের প্রথম দিন ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলের ব্যধানে জয় তুলে নেয়া ফরাশগঞ্জ যেন মাঠে দাপট দিয়ে খেলেছে। মুক্তিযোদ্ধা শিবিরে বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছে তারা।

ম্যাচের ২৫ মিনিটেই মুক্তিযোদ্ধার রক্ষণভাগের ভুলকে কাজে লাগিয়ে এগিয়ে যায় লালকুঠি খ্যাত ক্লাবটি। রক্ষণভাগে পাস দেয়া নেয়ার এক সময় ডি বক্সের একটু সামনে বল পেয়ে যান ফরাশগঞ্জের আলমগীর। ডি বক্সের একটু ভেতরে ঢুকে বল জালে জড়াতে ভুল করেননি এই ফরোয়ার্ড। ফরাশগঞ্জ এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধে এসেই কিছু বুঝে ওঠার আগেই ফরাশগঞ্জকে চমকে দেয় মুক্তিযোদ্ধা। ওয়ান টু ওয়ানের দারুণ সমন্বয়ে দলকে সমতায় ফেরান আমিরুল ইসলাম।

এরপরে দুই দলই চেষ্টা করেছে ম্যাচ বগলদাবা করার। ১-১ গোলে ম্যাচ ড্র হয়ে যায়।

ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে উঠে গেছে ফরাশগঞ্জ। সঙ্গে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করে ফেলেছে দলটি। মুক্তিযোদ্ধা শেষ ম্যাচটি ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আছে ২০ জানুয়ারিতে। এই ম্যাচে শেষ আট জিইয়ে রাখতে দুই দলেরই জয়ের বিকল্প নেই।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর