Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে মারকান্ডে, ওয়ানডেতে পান্ত


১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০২

।। স্পোর্টস ডেস্ক ।।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত। অজিদের বিপক্ষে এই দুটি সিরিজে ভারতের অধিনায়কত্বে ফিরছেন বিরাট কোহলি। অজিদের বিপক্ষে এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টিতে অভিষেক হতে যাচ্ছে মায়াঙ্ক মারকান্ডের। আর এই সিরিজ দিয়েই ওয়ানডেতে ফিরছেন ঋষভ পান্ত।

ভারতের নিয়মিত স্পিনার কূলদীপ যাদবকে এই টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রেখেছে বিসিসিআই। তার জায়গাতেই সুযোগ পাচ্ছেন মারকান্ডে। আর তাতেই জাতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ পাচ্ছেন তিনি। এর আগে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে গত আসরে চমক দেখিয়েছেন ২১ বছর বয়সি এই লেগ স্পিনার।

এছাড়াও অজিদের বিপক্ষে এই সিরিজ দিয়েই বিশ্রাম থেকে ফিরছেন অধিনায়ক বিরাট কোহলি। দলে ফিরেছেন ঋষভ পান্ত।

পেসার জাসপ্রীত বুমরাহ ও ব্যাটসম্যান লোকেশ রাহুল ফিরছেন এই সিরিজ দিয়েই। আর পেসার সিদ্ধার্থ কৌল ফিরেছেন প্রথম দুই ওয়ানডের জন্য। আর শেষ তিন ওয়ানডেতে তার জায়গায় থাকবেন পেসার ভুবনেশ্বর কুমার।

টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। এরপর মার্চে শুরু হবে ওয়ানডে সিরিজ।

২ মার্চ প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৫ মার্চ। এরপর সিরিজের তৃতীয় ওয়ানডে ৮ মার্চ, চতুর্থটি ১০ মার্চ ও সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, বিজয় শঙ্কর, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধার্থ কৌল ও মায়াঙ্ক মারকান্ডে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে দল:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, যুজবেন্দ্র চাহাল, কূলদীপ যাদব, বিজয় শঙ্কর, ঋষভ পান্ত, লোকেশ রাহুল, সিদ্ধার্থ কৌল (প্রথম দুই ওয়ানডে) এবং ভুবনেশ্বর কুমার (শেষ তিনটি ওয়ানডে)।

সারাবাংলা/এসএন

অস্ট্রেলিয়া ওয়ানডে টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর