Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলওয়ামার জঙ্গি হামলা, পিছিয়ে নেই ভারতের ক্রীড়ামহল


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৬

।। স্পোর্টস ডেস্ক ।।

কাশ্মীরে ভারতীয় জওয়ানদের উপর জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এছাড়া, ক্রিকেটাররা নিজ নিজ জায়গায় থেকে এই ঘটনায় শহীদদের পাশে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন। কাশ্মীরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় আধাসামরিক বাহিনীর ৪০ জওয়ান নিহত হন। দেশ জুড়ে চলছে এখন শোকের ছায়া। ভারতীয় গণমাধ্যমে ফলাও করে উঠে আসছে বিভিন্ন খবর, যার জের ধরে দেশটির ক্রিকেটও পিছিয়ে থাকছে না। পুলওয়ামার জঙ্গি হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে শহীদ জওয়ানদের পাশে দাঁড়াচ্ছে দেশের বিভিন্ন মহল, পিছিয়ে নেই দেশের ক্রীড়ামহলও।

বিজ্ঞাপন

ভারতীয় একাধিক গণমাধ্যমে বলা হচ্ছে, সরাসরি পাকিস্তানের দিকে আঙুল না তুললেও এরই মধ্যে দুই দেশের রাজনৈতিক ঝামেলা বেড়েই চলছে। যার খেশারত দিতে হচ্ছে পাকিস্তান সুপার লিগকে (পিএসএল)। পিএসএলের ভারতীয় সম্প্রচারের দায়িত্বে ছিল ডি স্পোর্টস। পুলওয়ামায় ভারতীয় সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলার পর ভারতে পাকিস্তানের লিগ সম্প্রচার বয়কট করেছে ভারতীয় স্পোর্টস চ্যানেলটি। দুবাইয়ে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগের পরবর্তী সময়ের সব ম্যাচ ভারতে সম্প্রচার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডি স্পোর্টস। ক্রিকেট পাগল দেশ ভারতে সম্প্রচার বন্ধ হওয়ায় টিভি সম্প্রচার থেকে মুনাফার ক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেট লিগ জোর ধাক্কাই খেতে যাচ্ছে।

পুলওয়ামা জঙ্গি হামলায় শহীদ জওয়ানদের প্রতি সম্মান জানিয়ে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শহীদদের স্মরণে ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অনুষ্ঠান বাতিল করেছেন তিনি। টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলি শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি আহত জওয়ানদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘পুলওয়ামায় জঙ্গি হামলার কথা শুনে আমি স্তম্ভিত। শহীদ জওয়ানদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, ‘আরপি-এসজি ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশের এই ক্ষতির দিনে আমরা এই অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছি।’

এই ঘটনাকে কাপুরুষোচিত অ্যাখ্যা দিয়ে ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার জানিয়েছেন, ‘এই ঘটনা কাপুরুষোচিত, ঘৃন্য চক্রান্ত। দেশকে রক্ষা করতে গিয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর যাঁরা হাসপাতালে এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।’

এদিকে, ঘরোয়া ক্রিকেটে শিরোপা জয়ী বিদর্ভ ক্রিকেট দলও শহীদদের প্রতি সম্মান জানিয়েছে। টানা দ্বিতীয়বার রঞ্জি জয়ের পর ইরানি ট্রফিতেও নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখা দলটি চ্যাম্পিয়নশিপের সমস্ত অর্থ পুলওয়ামায় শহীদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, মায়াঙ্ক আগরওয়ালের মতো ক্রিকেটারদের নিয়ে গড়া অবশিষ্ট ভারত একাদশের বিপক্ষে বিদর্ভের এই জয়টিও উৎসর্গ করা হয়েছে শহীদদের প্রতি। বিদর্ভ দলনায়ক ফৈজ ফজল বিষয়টি জানিয়ে বলেন, ‘দল হিসেবে আমরা ম্যাচ জয়ের অর্থ পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় শহীদ পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দল হিসেবে এবং বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই জয় শহীদ জওয়ানদের পরিবারকেই উৎসর্গ করছি।’

সাবেক ওপেনার বিরেন্দ্রর শেওয়াগ টুইট করে শোকজ্ঞাপন করেছিলেন আগেই। এবার শহীদ জওয়ানদের ছেলেমেয়েদের পড়াশুনার দায়িত্বভার নিতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ঝাজরে নিজের আন্তর্জাতিক স্কুলে শহীদ সন্তানদের পড়াতে চান তিনি। টুইটারে তিনি লেখেন, ‘আমরা যাই করি না কেন তা পর্যাপ্ত হবে না। কিন্তু পুলওয়ামায় বীর শহীদ জওয়ানদের সন্তানদের লেখাপড়ার দায়িত্বভারটুকু আমি নিতে প্রস্তুত। ঝাজরে আমার স্কুলে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের পড়াশুনার পাঠ নিলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক উন্মুক্ত চাঁদ, ভারতের বর্তমান ওপেনার শিখর ধাওয়ানরা নিজেদের পকেটের টাকা অনুদান হিসেবে দিচ্ছেন শহীদদের পরিবারের জন্য। ইতোমধ্যে ‘Bharat Ke Veer’ ফান্ড ঘোষণা করার পরই দারুণভাবে সাড়া মিলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুয়ায়ী প্রথম ৩৬ ঘণ্টায় এই ফান্ডে ৭ কোটি টাকা অনুদান জমা পড়েছে।

ঘটনার পর হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভারতের তারকা বক্সার বিজেন্দ্র সিং শহীদদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। হরিয়ানা পুলিশে কর্মরত অলিম্পিক পদকজয়ী এই বক্সার তার একমাসের বেতন শহীদ পরিবারের হাতে তুলে দিতে চান। তিনি জানান, ‘আমি আমার একমাসের বেতন শহীদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দিতে চাই। সবাই এভাবেই শহীদ জওয়ানদের পরিবারের পাশে এসে দাঁড়াক। এটা আমাদের নৈতিক কর্তব্য। আসুন পাশে দাঁড়িয়ে তাঁদের আত্মত্যাগের জন্য গর্বিত হই।’

এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে শহীদ পরিবারের পাশে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বোর্ডের অস্থায়ী সভাপতি সিকে খান্না। বোর্ডের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস বিনোদ রাইকে লেখা চিঠিতে তিনি পুলওয়ামা হামলায় শহীদ পরিবারদের জন্য ৫ কোটি টাকার আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। শুধু তাই নয়, বোর্ডের পাশাপাশি রাজ্য ক্রিকেট সংস্থা ও আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে আর্থিক সাহায্য দিতে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন তিনি। ২৪ ফেব্রুয়ারি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরুর আগে শহীদদের স্মরণ করে দু’মিনিট নীরবতা পালনের আবেদনও রাখেন খান্না। সেই সঙ্গে মার্চে শুরু হতে চলা আইপিএল উদ্বোধনেও শহীদ স্মরণে নীরবতা পালনের অনুরোধ রেখেছেন বোর্ডের এই অস্থায়ী সভাপতি। (ভারতীয় সংবাদমাধ্যম থেকে পাওয়া)

সারাবাংলা/এমআরপি

জঙ্গি হামলা পুলওয়ামা বিরাট কোহলি শচীন টেন্ডুলকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর