Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিএসজিতেই ভালো আছে নেইমার’


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

কয়েক মাস ধরেই ফুটবল পাড়ায় গুঞ্জন উঠেছিল নেইমার ফিরবেন পুরোনো ক্লাব বার্সেলোনায়। তবে এবার সেই গুঞ্জন উড়িয়ে দিলেন তার বাবা নেইমার সিনিয়র। প্যারিস সেইন্ট জার্মেইতেই (পিএসজি) নেইমার বেশ ভালো আছেন বলেই জানালেন ব্রাজিলিয়ান এই সেনসেশনের বাবা।

বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে প্যারিসের ক্লাবে নেইমারের যোগ দেওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল পুরোনো ক্লাবেই (বার্সেলোনা) ফিরতে চান তিনি। তবে এমন গুঞ্জনের বিপরিতে নেইমারের বাবা বললেন, ‘এমন গুঞ্জন ছড়ানো বন্ধ করুন।’

এক সাক্ষাৎকারে নেইমারের বার্সার ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়ে তার বাবা বলেন, ‘বার্সেলোনার কাছ থেকে এখন পর্যন্ত কোনো ফোন আসেনি, এবং এটা মিথ্যা।’

বিজ্ঞাপন

তবে ভবিষ্যতে নেইমার বার্সেলোনায় যাবেন নাকি প্যারিসের দলটির হয়েই খেলবেন, এমন প্রশ্নের জবাবও দিতে হয়েছে সিনিয়র নেইমারকে। তিনি বলেন, ‘বার্সেলোনা অবশ্যই সেরা দলগুলোর একটি। আর ট্রান্সফারের সময় নেইমারের নাম ওপরে থাকবে এটা স্বাভাবিক। এমন গুঞ্জনে ওর (নেইমার) মতো খেলোয়াড় বাইরে থাকাটা অসম্ভব। তবে ভবিষ্যত সম্পর্কে আগে থেকে বলা কঠিন, কারণ ফুটবলে যেকোনো সময়েই পরিবর্তন আসতে পারে। তবে সে প্যারিসেই ভালো আছে।’

সারাবাংলা/এসএন

ট্রান্সফার নেইমার পিএসজি বার্সেলোনা সিনিয়র নেইমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর