Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহমুদুলের সেঞ্চুরিতে ইংলিশদের ধবল ধোলাই


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশাল করেসপন্ডেন্ট।।
সফরকারী ইংলিশদের বিপক্ষে শেষ টেস্টে জয়ের জন্য স্বাগতিক বাংলাদেশ অনূ-১৯ দলের প্রয়োজন ছিলো ৩৩৩ রান। শেষ দিনে এত বড় লক্ষ্য। তাই জয়ের পাল্লা হেলে ছিল ইংল্যান্ডের দিকেই। কিন্তু মাহমুদুল হাসানের দারুণ সেঞ্চুরিতে সেই পাল্লা ঘুরে গেল বাংলাদেশের দিকে। ৩ উইকেটের জয় ধরা দিল। ওয়ানডে সিরিজের পর যুবা টেস্ট সিরিজেও ইংলিশদের ধবল ধোলাই করলো লাল সবুজের দল।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ৩৪ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। জয়ের বন্দরে পৌঁছাতে প্রয়োজন ছিল আরও ২৯৯ রান। ওপেনার তানজিদ হাসানের ৫১ বলে ৫১ রান দলের টিউন সেট করে দেন।

বিজ্ঞাপন

তিনে নামা পারভেজ হোসেনের ব্যাট থেকে আসে ৮১ বলে ৩৭ রান। তার বিদায়ের পর চতুর্থ উইকেটে হৃদয়ের সঙ্গে মাহমুদুলের ১৪২ রানের জুটিতে জয়ের সুবাস বইতে থাকে স্বাগতিক শিবিরে। ৬ চার ও ১ ছক্কায় ৭৬ করে আউট হন হৃদয়।

হৃদয় ফিরে গেলেও থেমে ছিলো না মাহমুদুলের ব্যাট। ২২৪ বলে ১১৪ করে যখন আউট হলেন মাহমুদুল, দল তখন জয় থেকে সামান্য দূরে বাংলাদেশ। সাতে নেমে ২৫ বলে ২০ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন শাহাদাত হোসেন। বল বাকি ছিলো ২৫টি।

সফরকারী ইংলিশ যুবাদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকরা জিতেছিল ৮ উইকেটে। টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ইংলিশদের ধবল ধোলাই করেছিল লাল সবুজের যুবারা।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস : ৩৩৭
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস ২২৮
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস : ২২৩/৮ (ডি.)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩৩, আগের দিন ৩৪/১) ৯৩.৫ ওভারে ৩৩৩/৭ (তানজিদ ৫১, পারভেজ ৩৭, মাহমুদুল ১১৪, হৃদয় ৭৬, আকবর ৫, শাহাদাত ২০, রুহেল ৪*, মিনহাজুর ৩*; ফিঞ্চ ২/৬০, অলড্রিজ ২/৭৯, কাদরি ২/৬১, বল্ডারসন ০/১৯, হলম্যান ১/৪৭, হিল ০/৩৪, গোল্ডসওয়ার্থি ০/৩১)।

ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মাহমুদুল হাসান
ম্যান অব দা সিরিজ : মিনহাজুর রহমান

সারাবাংলা/এমআরএফ/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর