Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পগবা বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার’


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

এফএ কাপের গত আসরের ফাইনালে চেলসির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে এবার সেই চেলসিকে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজেই হারিয়ে আসরের কোয়ার্টার-ফাইনালে উঠলো উলে গুনার সুলশারের দল। দলের জয়ের দিনে গোল পেয়েছেন ফরাসি তারকা পল পগবা। তাতেই দলের এই মিডফিল্ডারকে নিয়ে প্রশংসা করলেন কোচ সুলশার।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) চেলসিকে হারানোর দিনে পগবা ছাড়াও আরেকটি গোল করেন আন্দের হেরেরা।

এর আগে হোসে মরিনহো ইউনাইটেড কোচের দায়িত্বে থাকাকালীন বেশিরভাগ সময়ই বেঞ্চে বসে কাটাতে হয়েছিল পগবাকে।

তবে কোচ সুলশার দায়িত্ব নেওয়ার পর থেকে আবারো নিজেকে মেলে ধরছেন বিশ্বকাপজয়ী পগবা। সুলশারের অধীনে ১২ ম্যাচে ১৫টি গোলে অবদান আছে পগবার। নিজে করেছেন ৯ টি গোল, আর বাকি ৬টিতে সহায়তা করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার চেলসির বিপক্ষে গোল করার পর ইউনাইটেডের এই তারকাকে নিয়ে সুলশার বলেন, ‘আমরা জানি সে (পগবা) বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। সে লক্ষ্য নিয়েই মাঠে নামে, ম্যাচে তার গোলটিও ছিল অসাধারণ।’

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স।

সারাবাংলা/এসএন

ওলে গানার সুলশার চেলসি পল পগবা মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর