Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেইলকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে নিতে অপেক্ষায় রশিদ


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৫

।। স্পোর্টস ডেস্ক ।।

ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন উইন্ডিজ ব্যাটিং দানব ক্রিস গেইল। ইংল্যান্ড বিশ্বকাপ খেলেই শেষ করবেন ওয়ানডে ক্যারিয়ার। তবে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবীয়ানরা। আর এই সিরিজে ক্রিস গেইলকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে নিতে অপেক্ষায় আছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ।

ক্যারিয়ার শেষের ঘোষণা দেওয়ার পর গেইল বলেছিলেন, ‘আমিই সর্বকালের সেরা খেলোয়াড়। অবশ্যই মহাবিশ্বের সেরা (ইউনিভার্স বস)। এবং এটা কখনো বদলাবে না।’

তবে গেইলের এমন বক্তব্যের পর উইন্ডিজ এই ওপেনারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আদিল রশিদ। গেইলকে মোকাবিলা করতে মুখিয়ে আছেন ইংলিশ এই স্পিনার। তিনি বলেন, ‘এটা দারুণ উত্তেজনার, সবার জন্য এটা চ্যালেঞ্জের। আমি আমার পরিকল্পনাগুলো ম্যাচে প্রয়োগ করবো। বোলিংয়ে ভিন্নতা আনার চেষ্টা করবো। আর চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছি।’

তবে এমন চ্যালেঞ্জের জন্য মানসিকতা ঠিক রাখাকে গুরুত্ব দিতে চাইছেন রশিদ, ‘আমরা সবাই মানুষ, আর মানুষই ভুল করে। ব্যাটসম্যান বল মোকাবিলা করতে গিয়ে একটা বলে ভুল করলেই আউট। আর সেই আউট করতে চাইলে মানসিকতাটা ঠিক রাখতে হবে।’

আগামী ২০ ফেব্রুয়ারি (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে উইন্ডিজরা।

এরপর ২২ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয়, ২৫ ফেব্রুয়ারি তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ফেব্রুয়ারি ৩ মার্চ।

সারাবাংলা/এসএন

আদিল রশিদ ইংল্যান্ড ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজ ক্রিস গেইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর