Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের আর বাকি এক’শ দিন


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৮

।। স্পোর্টস ডেস্ক ।।

ঠিক এক’শ দিন পরই শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপ। ক্রিকেটের ৫০ ওভারের ফরম্যাটের দ্বাদশ আসরটি শুরু হবে আগামী ৩০ মে। এরপর দশ দলের লড়াইয়ের এই আসরটি ১৪ জুলাইয়ে শেষ হবে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে।

ইংল্যান্ডে সবশেষ বিশ্বকাপের আসর বসেছিল ১৯৯৯ সালে। এবার সবমিলিয়ে ৪৮টি ম্যাচ আয়োজন হবে ইংল্যান্ড এন্ড ওয়েলসের ১১টি ভেন্যুতে।

৩০ মে ইংল্যান্ডের মাটিতে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ইংলিশরা, তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের পর্দা নামবে ১৪ জুলাই।

এক নজরে দেখে নিন, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি :

ওভালে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২ জুন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

৫ জুন একই ভেন্যুতে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

৮ জুন টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, ম্যাচটি হবে কার্ডিফে।

১১ জুন নিজেদের পরের ম্যাচে ব্রিস্টলে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।

১৭ জুন টাইনটনে উইন্ডিজের বিপক্ষে খেলবে মাশরাফি-তামিম-সাকিবরা।

২০ জুন বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ, ম্যাচটি হবে নটিংহ্যামে।

২৪ জুন সাউদাম্পটনে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে আফগানিস্তান।

২ জুলাই বার্মিংহ্যামে বাংলাদেশের মুখোমুখি হবে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

আর ৫ জুলাই এশিয়ার পরাশক্তি পাকিস্তানের বিপক্ষে লর্ডসে মাঠে নামবে এশিয়া কাপের বর্তমান রানার্সআপ টাইগাররা।

সারাবাংলা/এসএন

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ সময়সূচি

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর