ফার্গুসনের পর একই কীর্তি সুলশারের
১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৪৩
।। স্পোর্টস ডেস্ক ।।
হোসে মরিনহোর দায়িত্ব হারানোর পর ম্যানচেস্টার ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচ হিসেবে যোগ দেন ওলে গানার সুলশার। তাতেই যেন নিজেদের ফর্মে ফিরেছে দলটি। এই কোচের অধীনে একের পর এক চমক দেখাচ্ছে ইউনাইটেড। তাতেই কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনের পর এবার নতুন এক কীর্তি লেখা হয়ে গেছে সুলশারের অর্জনের খাতায়।
বাজে পারফরম্যান্সের কারণে ম্যানচেস্টার ইউনাইটেডে কোচের দায়িত্ব হারান মরিনহো। এরপর রেড ডেভিলসদের হয়ে মোট ১৩টি ম্যাচে কোচের দায়িত্বপালন করেন তিনি। যেখানে মাত্র একটি ম্যাচে হার দেখেছে ইউনাইটেড। আর একটি ম্যাচে ড্র ছাড়া বাকি ১১টিতেই জিতেছে সুলশারের নেতৃত্বাধীন দলটি।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজেই ২-০ তে হারিয়েছে ইউনাইটেড। তাতেই ফার্গুসনের পর কীর্তি গড়লেন সুলশার।
এর আগে ফার্গুসনের দায়িত্বে থাকাকালীন ২০১২ সালের অক্টোবরে চেলসিকে তাদের মাঠে হারিয়েছিল ইউনাইটেড। এবার ফার্গুসনের পর নিজের ক্যারিয়ারের খাতায় এমন একটি বড় অর্জন লিখিয়ে নিলেন সুলশার।
এফএ কাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স।
সারাবাংলা/এসএন