বার্সা-বায়ার্নকে ‘খালি হাতে’ ফিরিয়েছে লিওঁ-লিভারপুল
২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:০৯
।। স্পোর্টস ডেস্ক ।।
৯০ মিনিটের প্রায় পুরোটা জুড়েই ছিল বার্সেলোনার আধিপত্য, এরপরও গোলের দেখা পায়নি তারা। ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও ঘরের মাঠে আটকে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সাকে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিওঁর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মেসির দলটি। গোটা ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়দের বার বারই বাধার মুখে পড়তে হয়েছে কাতালান ক্লাবটিকে।
গোটা ম্যাচে গোলের লক্ষ্যে ২৫বার শট করেছে বার্সা। তবে, একবারও জালে বল জড়াতে পারেনি মেসিরা। গোলমুখে ৫টি শট নিলেও কোনো লাভ হয়নি আরনেস্টো ভালভারদের শিষ্যদের। তাই গোলশূন্য ড্রয়ে ঘরের মাঠের ফিরতি লেগের অপেক্ষায় এখন বার্সা। আগামী ১৩ মার্চ ফিরতি লেগে নিজেদের মাঠ কাম্প ন্যুতে শেষ আটের টিকিট কাটতে নামবে বার্সা।
১০ বছর আগে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে দেখা হয়েছিল দুই দলের। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে লিওঁকে ছিটকে দিয়ে ২০০৮-০৯ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল বার্সা।
শুরু থেকে শেষ পর্যন্ত রক্ষণ জমাট রেখে বার্সাকে কোনো সুযোগ দেয়নি স্বাগতিকরা। মুখোমুখি দেখায় আগের ছয় ম্যাচের চারটিতে জিতেছিল বার্সা। তবে, আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের চারটিতে ড্র করল কাতালান ক্লাবটি।
ইউরোপিয়ান প্রতিযোগিতাটি দুটি ম্যাচ থাকলেও আসলে গোলের মুখই দেখেনি চারটি দল। শেষ ষোলোর অন্য ম্যাচে প্রথম লেগে গতবারের রানার্সআপ লিভারপুলের মাঠে গোলশূন্য ড্র করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
সারাবাংলা/এমআরপি