Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ রানে অলআউট ওমান জাতীয় দল


২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৪০

।। স্পোর্টস ডেস্ক ।।

এর আগে কোনো জাতীয় দল এত কম রানে অলআউট হয়নি। ওমান জাতীয় দল নাম লিখিয়েছে সেই লজ্জার রেকর্ডে। ৫০ ওভারের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অলআউট হয়েছে মাত্র ২৪ রানে। যদিও ম্যাচটি ওয়ানডে হিসেবে স্বীকৃত নয়। ওমানের ওয়ানডে মর্যাদা নেই বলে ম্যাচটি লিস্ট ‘এ’ ম্যাচ হিসেবে ধরা হচ্ছে।

ওমান সফরে আসা স্কটল্যান্ড টস জিতে ব্যাটিং করতে পাঠায় স্বাগতিকদের। ১৭.১ ওভারে ওমান অলআউট হওয়ার আগে তোলে মাত্র ২৪ রান। ২৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ড ৩.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে তোলে ২৬ রান। ২৮০ বল হাতে রেখে স্কটিশরা জেতে ১০ উইকেটে।

ব্যাটিংয়ে নেমে ওমানের ছয় ব্যাটসম্যান ০ রান করেন। তিন নম্বরে নামা খাওয়ার আলি করেন ইনিংস সর্বোচ্চ ১৫ রান (৩৩ বলে একটি চারে)। দুজন করেছেন ২ রান করে আর দুজন করেছেন ১ রান করে। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩ রান আসে মিস্টার এক্সট্রা থেকে। তিন স্কটিশ পেসার আলাসদাইর ইভানস দুটি, রুয়াদ্রি স্মিথ চারটি এবং আদ্রিয়ান নিল চারটি করে উইকেট তুলে নেন।

২৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে স্কটিশ ওপেনার ম্যাথু ক্রস ১১ বলে ১০ এবং দলপতি কাইল কোয়েতজার ৯ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।

লিস্ট ‘এ’ ম্যাচে সর্বনিম্ন রানের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের। ২০০৭ সালের অক্টোবরে বার্বাডোজের বিপক্ষে অলআউট হয়েছিল মাত্র ১৮ রানে। ২০১২ সালে কোল্টসের বিপক্ষে ১৯ রানে অলআউট হয়েছিল সারাসেনস, ১৯৭৪ সালে ইয়র্কশায়ারের বিপক্ষে ২৩ রানে অলআউট হয়েছিল মিডলসেক্স, আজ স্কটল্যান্ডের বিপক্ষে ২৪ রানে অলআউট হলো ওমান। ২০০২ সালে সিলেটের বিপক্ষে ৩০ রানে অলআউট হয়েছিল চট্টগ্রাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর