Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধোনি-কোহলির লড়াই দিয়ে শুরু আইপিএল


২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৪১

।। স্পোর্টস ডেস্ক ।।

বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা উঠবে আইপিএলের এবারের আসরের। ২৩ মার্চ সন্ধ্যায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির দল। আইপিএলের প্রথম দুই সপ্তাহের (২৩ মার্চ থেকে ৫ এপ্রিল) সূচি প্রকাশ করা হয়েছে।

দ্বিতীয় দিনেই মাঠে নামবে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ, প্রতিপক্ষ তার সাবেক দল কলকাতা নাইট রাইডার্স।

সাধারণত এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হয়ে আইপিএলের পর্দা নামে মে মাসের শেষ সপ্তাহে। কিন্তু এ বছর মে মাসে হবে ভারতের জাতীয় নির্বাচন। যে কারণে সে সময় আইপিএল আয়োজন করা নিয়ে সমস্যায় পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে, পূর্ণাঙ্গ সূচি দিতে পারেনি আইপিএল আয়োজক কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়েই দুই সপ্তাহের প্রথম পর্বের সূচি ঘোষণা করেছে তারা।

দুই সপ্তাহে ৮টি ভেন্যুতে মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নির্বাচনের কারণে এই সূচিতেও পরিবর্তন আসতে পারে বলে এক বার্তায় জানানো হয়েছে।

সব দল কমপক্ষে ৪টি করে ম্যাচ খেলবে। এর মধ্যে দুটি ম্যাচ ঘরের মাঠে আর দুটি ম্যাচ অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। শুধু দিল্লি ক্যাপিট্যালস নিজেদের ৫ ম্যাচের মধ্যে ৩টি ঘরের মাঠে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩টি ম্যাচ খেলবে প্রতিপক্ষের মাঠে। ২৩ মার্চ শুরু হতে যাওয়া এবারের আসরে বিকেলের খেলা শুরু হবে বাংলাদেশ সময় ৪.৩০ মিনিটে, আর রাতের খেলা ৮.৩০ মিনিটে।

আইপিএল সূচি (প্রথম দুই সপ্তাহ, সব ম্যাচ বাংলাদেশ সময় অনুযায়ী)
২৩ মার্চ: চেন্নাই-বেঙ্গালুরু, চেন্নাই, রাত ৮.৩০ মিনিট
২৪ মার্চ: কলকাতা-হায়দ্রাবাদ, কলকাতা, বিকেল ৪.৩০ মিনিট
২৪ মার্চ: মুম্বাই-দিল্লি, মুম্বাই, রাত ৮.৩০ মিনিট
২৫ মার্চ: রাজস্থান-পাঞ্জাব, জয়পুর, রাত ৮.৩০ মিনিট
২৬ মার্চ: দিল্লি-চেন্নাই, দিল্লি, রাত ৮.৩০ মিনিট
২৭ মার্চ: কলকাতা-পাঞ্জাব, কলকাতা, রাত ৮.৩০ মিনিট
২৮ মার্চ: বেঙ্গালুরু-মুম্বাই, বেঙ্গালুরু, রাত ৮.৩০ মিনিট
২৯ মার্চ: হায়দ্রবাদ-রাজস্থান, হায়দ্রাবাদ, রাত ৮.৩০ মিনিট
৩০ মার্চ: পাঞ্জাব-মুম্বাই, চন্ডিগড়, বিকেল ৪.৩০ মিনিট
৩০ মার্চ: দিল্লি-কলকাতা, দিল্লি, রাত ৮.৩০ মিনিট
৩১ মার্চ: হায়দ্রাবাদ-বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, বিকেল ৪.৩০ মিনিট
৩১ মার্চ: চেন্নাই-রাজস্থান, চেন্নাই, রাত ৮.৩০ মিনিট
১ এপ্রিল: পাঞ্জাব-দিল্লি, চন্ডিগড়, রাত ৮.৩০ মিনিট
২ এপ্রিল: রাজস্থান-বেঙ্গালুরু, জয়পুর, রাত ৮.৩০ মিনিট
৩ এপ্রিল: মুম্বাই-চেন্নাই, মুম্বাই, রাত ৮.৩০ মিনিট
৪ এপ্রিল: দিল্লি-হায়দ্রাবাদ, দিল্লি, রাত ৮.৩০ মিনিট
৫ এপ্রিল: বেঙ্গালুরু-কলকাতা, বেঙ্গালুরু, রাত ৮.৩০ মিনিট

বিজ্ঞাপন

নির্বাচনের কারণে ২০০৯ সালে আইপিএল ভারতের বাইরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। আর একই কারণে ২০১৪ সালে আইপিএলের কিছু ম্যাচ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর