Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে ফিক্সিংয়ের প্রস্তাবে ইরফানকে নিষিদ্ধ করলো আইসিসি


২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১২

।। স্পোর্টস ডেস্ক।।
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের মাধ্যমে দুর্নীতিতে প্ররোচণার অভিযোগে নিষিদ্ধ হয়েছেন কোচ ইরফান আনসারি। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ক্রিকেট কোচকে ১০ বছরের জন্য ক্রিকেটের সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ঘটনার সূত্রপাত দুই বছর আগে ২০১৭ সালে। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলছে পাকিস্তান। সিরিজ চলার সময়েই ইরফান আনসারি যোগাযোগ করে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে বসেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের ‘ফিক্সিং ঐতিহ্যে’ পা না বাড়িয়ে ইরফান আনসারির প্রস্তাব ফিরিয়ে দেন সরফরাজ। সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) বিষয়টি অবহিত করেন।

পিসিবি বিষয়টি নিয়ে আইসিসির দ্বারস্থ হয়। আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু) বিষয়টি খতিয়ে দেখলে ইরফান আনসারি অভিযুক্ত প্রমাণিত হোন। দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভঙ্গ উল্লেখ করে আকসু ইরফানকে ক্রিকেটের সকল কার্যক্রম থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে।

এদিকে সরফরাজের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর