Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছক্কার শীর্ষে উঠতে রোহিতের দরকার ‘২’


২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১৬

।। স্পোর্টস ডেস্ক ।।

ক্রিকেটবিশ্বে ব্যাট হাতে ঝড় তোলা ব্যাটসম্যানের সংখ্যা নেহাতই কম নয়। ক্রিস গেইল, মার্টিন গাপটিল, এবি ডি ভিলিয়ার্সের মতো তারকাদের ঝড় দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। তবে অনেকের চেয়েই বেশ আলাদা বলা হয় ভারতের ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মাকে। ডানহাতি এই ব্যাটসম্যান আছেন দারুণ এক মাইলফলকের খুব কাছে।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হাঁকানোর রেকর্ড আছে উইন্ডিজ ব্যাটিং দানব খ্যাত ক্রিস গেইলের। বাঁহাতি এই হার্ড হিটার তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে হাঁকিয়েছেন ১০৩টি ছক্কা। তাতেই টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর দিক থেকে সবার শীর্ষে আছেন উইন্ডিজ এই তারকা। তার সমান ছক্কা হাঁকিয়ে এই তালিকার দুইয়ে আছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান মার্টিন গাপটিল।

আর ১০২টি ছক্কা হাঁকিয়ে এই তালিকার তিনে আছে রোহিত শর্মার নাম। তাতে তালিকার শীর্ষে উঠতে মাত্র দুটি ছক্কা দরকার ভারতের এই ডানহাতি ব্যাটসম্যানের।

অবশ্য ছক্কা হাঁকানোর দিক থেকে গেইল-গাপটিলদের খুব কাছে থাকলেও ম্যাচ হিসেবে পিছিয়ে আছেন রোহিত। ১০৩টি ছক্কা হাঁকাতে গেইল খেলেছেন ৫৬ ম্যাচ (৫২ ইনিংস)। সমান ছক্কা হাঁকাতে গাপটিল খেলেছেন ৭৬ ম্যাচ (৭৪ ইনিংস)। আর ১০২টি ছক্কা হাঁকাতে রোহিত খেলেছেন ৯৩ ম্যাচ (৮৫ ইনিংস)।

এই তালিকায় রোহিতের পরে আছেন কিউই ব্যাটসম্যান কলিন মুনরো (৯২) আর ব্র্যান্ডন ম্যাককালাম (৯১)।

সারাবাংলা/এসএন

ছক্কা রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর