Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনেই টাইগাররা তুলেছে ৪১১ রান


২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩১

।। স্পোর্টস ডেস্ক ।।

লিঙ্কনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে অলআউট হওয়ার আগে বাংলাদেশ তুলেছে ৪১১ রান। স্কোরবোর্ডেই শুধু লেখা অলআউট, তবে বাংলাদেশের চার ব্যাটসম্যান আউট হননি। ১১ নম্বরে নামা খালেদ আহমেদও আউট হননি। ৯৬.১ ওভার ব্যাট করেছে তামিম, মুমিনুল, মাহমুদউল্লাহরা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমে সব ব্যাটসম্যানই অন্তত দুই অঙ্কের দেখা পেয়েছেন, শুধু ১১ নম্বরে নামা খালেদ আহমেদ ০ রানে অপরাজিত থাকেন। ওপেনিংয়ে নেমে তামিম আর সাদমান ১১৩ রানের জুটি গড়েন। ৩০ ওভারের বেশি খেলা এই জুটি তিন ম্যাচ টেস্ট সিরিজের আগে কিছুটা হলেও টাইগারদের আশ্বস্ত করবে।

তামিম ৮৩ বলে ৫টি চার আর একটি ছক্কায় করেন ৪৫ রান। সাদমানের ব্যাট থেকে আসে ৬৭ রান। ১১৩ বলের ইনিংসে তার ব্যাট থেকে ৯টি বাউন্ডারি আসে। তিন নম্বরে নামা মুমিনুল হক ৩০ বলে ৬টি বাউন্ডারিতে করেন ২০ রান। লিটন দাস, সৌম্য সরকার, দলপতি মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ রিটায়ার্ড (নট আউট) হয়ে মাঠ ছাড়েন। এর মধ্যে তিনজনই ফিফটি করেছেন। লিটন ৯১ বলে ৬টি চারের সাহায্যে করেন ৬২ রান। ৭৫ বলে ৬টি চারের সাহায্যে ৪১ রান করেন সৌম্য সরকার। ৬০ বলে ৮টি চার আর একটি ছক্কায় মাহমুদউল্লাহ করেন ৫৯ রান। ৬৭ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৫১ রান করেন মিরাজ।

শেষ দিকে তাইজুল ইসলাম ১৪, নাঈম হাসান ১২, আবু জায়েদ ২৩ রান করেন। নিউজিল্যান্ডের তারকা পেসার অ্যাডাম মিলনে কোনো উইকেট পাননি। একটি করে উইকেট পান নুটাল, সিয়ার্স, লকরোজ, ভুলা। দুটি উইকেট পান ব্লেক কোবার্ন।

বিজ্ঞাপন

২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে শনিবার থেকে লিঙ্কনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। সৌম্যকে যোগ করায় টেস্ট স্কোয়াড আবার দাঁড়িয়েছে ১৫ জনে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে। শোনা যাচ্ছে মুশফিকও কিছুটা ইনজুরিতে আছেন।

বাংলাদেশ টেস্ট দল: মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও ইবাদত হোসেন।

সারাবাংলা/এমআরপি

টাইগার টেস্ট সিরিজ নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর