এবার ইনজুরি শঙ্কায় মুশফিক
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৬
।। স্পোর্টস ডেস্ক ।।
ইনজুরিতে পড়ে নিউজিল্যান্ড সিরিজের আগে ছিটকে গেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর পেসার তাসকিন আহমেদ। তাতে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হতে হলো টাইগারদের। এবার কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইনজুরি শঙ্কায় পড়লেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।
আগে থেকেই পাঁজরের চোট আছে মুশফিকের। চোট পেয়েছেন কব্জিতেও। তাতে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তাকে পাওয়া যাবে কী না, তা নিয়ে নিশ্চিত বলতে পারছেন না টাইগার কোচ স্টিভ রোডস। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ওর (মুশফিক) কব্জিতে চোট আছে, বুড়ো আঙুলের ওপরের দিকে। এই সময়ে হাত নড়াচড়া করতে নিষেধ আছে এবং এজন্য আঙুলে ব্যান্ডেজ বেধে দেওয়া হয়েছে। তিন দিন এভাবে রাখা হবে এবং তিনদিন পর সেটা খুলে দেখা হবে। তারপর দেখা যাবে সে কি পরিমাণ নড়াচড়া করতে পারে। ব্যাথা কেমন আছে সেটা তখন বুঝা যাবে। সে দলে থাকবে কী না, সেটা তখনই বলা যাবে। আমি দুঃখিত, এখনই সেই উত্তর দিতে পারছি না।’
একের পর এক চোট লেগে থাকাটা দলের অগ্রগতিতে বাধা তৈরি করছে বলেও মনে করছেন রোডস। ‘ব্যাপারটা এমন নয় যে, চিন্তা করার কিছু নেই। যেহেতু স্কোয়াডে কয়েকজনই ছোট ছোট ইনজুরিতে আছে, তাই এটি সিরিজে এগিয়ে থাকতে বাধা হয়ে দাঁড়াবে।
‘ইনজুরির কারণে আমাদের দলে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আমাদের একটা ভালো মেডিক্যাল টিম আছে। আশা করবো, তারা খেলোয়াড়দের ইনজুরি থেকে সেরে উঠতে সাহায্য করবে। এবং আমরা আমাদের সেরা একাদশ পাবো।’
সারাবাংলা/এসএন