লিগের শুরু থেকেই জ্বলে উঠবেন আশরাফুল
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৩৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের গেল মৌসুমটা রান বন্যায় কাটিয়েছেন মোহাম্মদ আশরাফুল। কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে করেছিলেন ৫ সেঞ্চুরি। ১৩ ম্যাচে ৬৬৫ রান করে হয়েছিলেন লিগের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী। যদিও তাতে দল খুব একটা উপকৃত হয়নি। শেষ পর্যন্ত রেলিগেশনের দুর্দশা দেখতে হয়েছে। যা হোক গত হওয়া মৌসুমের সেই ব্যাটিং ধার আসন্ন মৌসুমেও ধরে রাখতে চাইছেন ঠিকানা বদলে মোহামেডানে তরী ভেড়ানো এই টপঅর্ডার। আর সেটা লিগের শুরু থেকেই।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে আসা দলীয় অনুশীলনের ফাঁকে তিনি একথা বলেন, ‘ঢাকা লিগটা গেল বছর ভালো খেলেছিলাম। দল ফলাফল পায়নি। কিন্তু ব্যক্তিগত পারফর্মেন্স ভালো হয়েছিল। সেটাই এবার করতে চাইব। শুরু থেকে ভালো করতে চাইব।’
একথা অনস্বীকার্য, লিগে করা ৫ সেঞ্চুরি ছিল দৃষ্টান্ত স্থাপনকারী। লিস্ট ‘এ’ তে এক মৌসুমে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের তিন সেঞ্চুরির রেকর্ডই ছিল না।সেখানে আশরাফুল করেছিলেন ৫টি! কিন্তু প্রশ্ন উঠেছিলে তার সেঞ্চুরিগুলো কতটা কার্যকর সেটা নিয়ে। প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল তার স্ট্রাইক রেট নিয়েও। কেননা পাঁচ সেঞ্চুরির চারটিতেই হেরেছিল তার দল। দুটি সেঞ্চুরি করেছিলেন রেলিগেশনের লড়াইয়ে।
দৈন্য স্ট্রাইক রেট নিয়ে সংবাদ মাধ্যমের সামনে আশরাফুল যা বললেন তার সারমর্ম হলো, ম্যাচের অবস্থা বুঝেই তিনি ওমন ব্যাটিং করেছিলেন। আবার রুঢ় বাস্তবতাকেও মনে করিয়ে দিলেন, তার একার পক্ষে তো আর ম্যাচ জেতানো সম্ভব না। তবে ২০১৮-১৯ মৌসুমে স্ট্রাইক রেট বাড়ানোর ব্যাপারে তাকে বেশ আগ্রহী মনে হলো।
আশরাফুল জানালেন, ‘এটা আসলে আমি মনে করি না (স্লো ব্যাটিং)। যদি ম্যাচের অবস্থা দেখেন, অবস্থা অনুযায়ী, শুরুতে হয়তো কয়েকটা ম্যাচ খেলেছি। তবে যেগুলো আমি সেঞ্চুরি করেছিলাম সেগুলো সিচুয়েশন অনুযায়ী ঠিকই ছিল। এবার চেষ্টা থাকবে… তবে এটাও ঠিক গেল বছর থেকে আমি এখন অনেক ফিট। সবকিছু থেকে অনেক উন্নতি হয়েছে। লক্ষ্য তো থাকবেই স্ট্রাইক রেটটা যেন ভালো হয়।’
আশরাফুল এবারের ঢাকা প্রিমিয়ার লিগের মৌসুম শুরু করবেন দুদিন বাদেই টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটিকে তিনি দেখছেন ডিপিএল ওয়ানডে ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে। শুধু তাই নয়, তার বিশ্বাস এই টুর্নামেন্ট দিয়েই দলগুলো প্রিমিয়ার লিগের সেরা কম্বিনেশন খুঁজে পাবে।
আশরাফুল যোগ করেন, ‘আসলে ওয়ানডে ক্রিকেটের আগে একটা টিম কম্বিনেশন তৈরি করার জন্য খুব ভালো হয়েছে যে দুইটা ম্যাচ খেলার সুযোগ পাব, প্রথম রাউন্ডে। তারপর সেমিফাইনাল-ফাইনাল আছে। তো টিমটা খুব চমৎকার হয়েছে। এটা খুবই ভালো প্রত্যেক দলের জন্য। কারণ টিম তৈরি করার জন্য কয়েকটা প্র্যাকটিস ম্যাচ প্রয়োজন হয়। এটা ভালো সুযোগ সবার জন্য।’
সারাবাংলা/এমআরএএফ/এমআরপি