ফার্গুসনও চাইছেন সুলশারকে
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৫
।। স্পোর্টস ডেস্ক ।।
ইংলিশ ফুটবল কিংবা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসে সেরা কোচ কে? একবাক্যে অনেকেই উত্তর দেবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। দীর্ঘ ২৬ মৌসুম রেড ডেভিলদের ডাগআউট সামলে তিনি অবসরে গিয়েছেন ২০১২-১৩ মৌসুম শেষে। ইউনাইটেডের বর্তমান কোচের দায়িত্ব সামলাচ্ছেন ওলে গানার সুলশার। ফার্গুসন চাইছেন, পাকাপোক্তভাবে সুলশারের কাঁধে ইউনাইটেডের দায়িত্ব।
হোসে মরিনহোর অধীনে এই মৌসুমে শুরুতে ধুঁকতে থাকে ইউনাইটেড। মরিনহোর স্থলাভিষিক্ত হন সুলশার। নরওয়ের এই কোচের অধীনে উড়তে শুরু করে রেড ডেভিলরা। ফিরে আসে দলের মূল অস্ত্র অ্যাটাকিং ফুটবল। সুলশারের অধীনে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেড ১৩ ম্যাচের ১১টিতেই জিতেছে। শুধু হেরেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফরাসি জায়ান্ট পিএসজির বিপক্ষে। বাকি ম্যাচটি ড্র করে।
সুলশারকে মৌসুম শেষে পাকাপাকিভাবে কোচ হিসেবে নিয়োগ দিতে ইউনাইটেডের কিংবদন্তি কোচ ফার্গুসন ক্লাবের কাছে অনুরোধ করেছেন।
লিগের ম্যাচে দারুণ ছন্দে থাকা সুলশারের ম্যানচেস্টার ইউনাইটেড আজ রাতে মাঠে নামবে লিভারপুলের বিপক্ষে। ওল্ড ট্রাফোর্ডে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গতবারের রানার্সআপ লিভারপুলকে আতিথ্য দেবে ইউনাইটেড। লিগ টেবিলে লিভারপুল আছে দুই নম্বরে আর ইউনাইটেড চার নম্বরে।
শীর্ষে থাকা পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ২৭ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৬৫ পয়েন্ট। ইউনাইটেডের বিপক্ষে না হারলেই জার্গেন ক্লপের লিভারপুল টেবিলের শীর্ষে উঠবে। অলরেডসদের সংগ্রহ ২৬ ম্যাচে সিটির সমান ৬৫ পয়েন্ট। তিনে থাকা মাউরোসিও পচেত্তিনোর টটেনহ্যাম গতকাল বার্নলির মাঠে ২-১ গোলে হেরেছে, তাদের সংগ্রহ ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে সুলশারের ইউনাইটেড। আর টেবিলের পাঁচে থাকা উনাই এমেরির আর্সেনাল ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করেছে। আজ রাতে আর্সেনাল নামবে সাউদাম্পটনের বিপক্ষে।
সারাবাংলা/এমআরপি