Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেবিলের শীর্ষে বসুন্ধরা, জিতেছে মুক্তিযোদ্ধা


২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৬

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

নীলফামারীতে নিজেদের মাঠে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। আগের ম্যাচে ড্রয়ের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরা বসুন্ধরা কিংস এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো। ৩-২ গোলে জিতে প্রিমিয়ার লিগে শীর্ষে ফিরেছে নবাগত দলটি।

সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে কিংসরা। আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

২৩ মিনিটে এগিয়ে যায় আরামবাগ। আরিফুর রহমানের গোলে লিড নিলেও খুব বেশি সময় এগিয়ে থাকা হয়নি দলটির। দুই মিনিট পরে ২৫ মিনিটের মাথায় জাহিদুল ইসলাম বাবুর আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিক বসুন্ধরা। ৩৪ মিনিটের মাথায় বসুন্ধরার মতিন মিয়া দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। ৪২ মিনিটের মাথায় ব্যবধান ৩-১ করেন বসুন্ধরার ব্রাজিল তারকা মার্কোস ভিনসিয়াস সোয়ারেস। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটের মাথায় আরামবাগের কিংসলে চুকউদি গোল করলে ম্যাচের স্কোর দাঁড়ায় ৩-২। এই স্কোরেই শেষ হয় ম্যাচটি। পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

এর মধ্যে কিছুটা বাকবিতণ্ডাও হয়। ৮০ মিনিটে রবিউলের নেওয়া ফ্রি কিক গোল লাইন অতিক্রম করেছিল বলে অভিযোগ তোলে আরামবাগ। কিন্তু রেফারি তাতে কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়ে মারুফুল হকের শিষ্যরা।

রোববার অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মেহেদী হাসান রয়েল ও মিথুন বিশ্বাসের গোলে ২-০ ব্যবধানে বিজেএমসিকে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আরামবাগ। আর এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা। সাত ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট মুক্তিযোদ্ধার। ৮ ম্যাচে পঞ্চম হারের স্বাদ পাওয়া বিজেএমসির পয়েন্ট ৩।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর