ফতুল্লায় ১৪ জনের অভিষেক, আছে হ্যাটট্রিকের রেকর্ড, এলিমিনেটর ওভার
২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩১
।। স্পোর্টস ডেস্ক ।।
প্রথমবারের মতো শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল প্রাইম দোলেশ্বর এবং বিকেএসপি। এই ম্যাচে অভিষেক হয় দুই দলের ১৪ ক্রিকেটারের। তার মধ্যে বিকেএসপির জার্সিতে সবাই নামেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। লো-স্কোরিং ম্যাচটি টাই হয়। পরে এলিমিনেটর ওভারে জেতে বিকেএসপি।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) ফতুল্লায় এই ম্যাচে আগে ব্যাট করে প্রাইম দোলেশ্বর ৯ উইকেট হারিয়ে তোলে ১১১ রান। জবাবে, ২০ ওভারে অলআউট হওয়ার আগে বিকেএসপি তোলে সমান ১১১ রান। তাতে, হ্যাটট্রিকের দেখা পান প্রাইমের অভিষিক্ত ডানহাতি পেসার মানিক খান। ম্যাচ সেরাও হন তিনি। সুপার ওভারে গড়ায় ম্যাচটি। সুপার ওভারে ফরহাদ রেজার প্রথম দুই বল থেকে ৬ রান নেয় বিকেএসপি। তৃতীয় বলে আউট হয়ে যান আকবর আলী। পরের বলে রান আউট হয়ে ফিরেন শামিম হোসেন।
৭ রানের লক্ষ্য তাড়ায় ৪ রান করে প্রাইম দোলেশ্বর। সুমনের প্রথম চার বল থেকে আসে চার রান। পঞ্চম বলে শামিমকে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক রেজা। পরের বলে হাসান মুরাদের হাতে ধরা পড়েন তাইবুর রহমান। ‘ডি’ গ্রুপের ম্যাচে সোমবার সুপার ওভারে ২ রানে জেতে বিকেএসপি।
এর আগে প্রাইমের অভিষিক্ত ওপেনার মোহাম্মদ আরাফাত ২৯, মাহমুদুল হাসান ৪১, তাইবুর রহমান ১৭ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। বিকেএসপির সুমন খান তিনটি, মুকিদুল ইসলাম দুটি, আবদুল কাইয়ুম-নওশাদ ইকবাল একটি করে উইকেট পান।
১১২ রানের টার্গেটে বিকেএসপির শামিম হোসেন ৩৬ বলে ৪৫, আকবর আলি ৪৪ বলে ৪২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। প্রাইমের পেসার মানিক খান ৪ ওভারে ২ মেডেন নিয়ে ১২ রান খরচায় তুলে নেন চারটি উইকেট।
ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ফাহাদ আহমেদ, ষষ্ঠ বলে পারভেজ হোসেন ইমন এবং তৃতীয় ওভারের প্রথম বলে রাতুল খানকে ফিরিয়ে দেন মানিক। তাতে পূর্ণ করেন হ্যাটট্রিক। এছাড়া পঞ্চম ওভারের শেষ বলে আমিনুল ইসলামকেও ফিরিয়ে দেন তিনি। ফরহাদ রেজা, তাইবুর রহমান একটি করে উইকেট নেন। বিকেএসপির বাকি চারজনই রানআউট হন। জয়ের কাছাকাছি থেকে শেষ ওভারে বিকেএসপির দুইজন রানআউট হন।
বিপিএলের সবশেষ আসরে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন ঢাকা ডায়নামাইটসের স্পিনার অ্যালিস আল ইসলাম। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি হ্যাটট্রিক করলেন মানিক। পেসার আল আমিন হোসেনের হ্যাটট্রিক আছে দুটি, তবে সেগুলো অভিষেক ম্যাচে নয়। অভিষেকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন অ্যালিস, দ্বিতীয় বোলার হিসেবে এই বিশ্বরেকর্ড গড়লেন মানিক।
সারাবাংলা/এমআরপি