।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ আগামী ৯ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গেল সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের স্কোয়াডের বেশিরভাগ সদস্য স্থান করে নিয়েছে এ দলে। বাদ পড়েছেন চারজন। ঢুকেছেন তরুণ ফুটবলারসহ একজন অভিজ্ঞ ফুটবলারও।
কম্বোডিয়ার বিপক্ষে আগামী মার্চের ম্যাচকে ঘিরে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে স্কোয়াড নির্বাচন করছিলেন ফেডারেশন কাপ থেকেই। কম্বোডিয়ার রাজধানী পেনোম পেনে আয়োজিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে স্কোয়াড গঠনই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল জেমির কাছে। অবশেষে নতুন দু’জন সুযোগ পেলো জাতীয় দলে। বাদ পড়লেন অভিজ্ঞ চার ফুটবলার।
গেল বছরে সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপে জাতীয় দলের স্কোয়াড থেকে এবার বাদ পড়েছেন জাফর ইকবাল, জাবেদ খান, রাসেল মাহমুদ লিটন ও ওয়ালী ফয়সাল।
লাল-সবুজ জার্সির শিবিরে নতুনভাবে ডাক পেয়েছেন আরামবাগ ক্রীড়া সংঘের উদীয়মান ফুটবলার আরিফুর রহমান ও শেখ রাসেল ক্রীড়া চক্রের অভিজ্ঞ ফুটবলার সোহেল রানা। শেষ দুই টুর্নামেন্টে জায়গা না পাওয়া সাবেক জাতীয় ফুটবল দলের সদস্য রুবেল মিয়াও স্কোয়াডে আছে। ২৭ সদস্যের এ স্কোয়াডে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের ফুটবলারদের আধিপত্য। দুই দলের আটজন করে স্কোয়াডে সুযোগ পেয়েছেন। শেখ রাসেলের পাঁচ, আরামবাগের তিন, সাইফের দুই ও শেখ জামালের একজন ফুটবলার সুযোগ পেয়েছেন।
আগামী মাসের ৯ তারিখ পেনোম পেনে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে ২০১৯ সাল শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ বছরের শুরুতেই বাফুফে থেকে বলা হয়েছে, ২০১৯ সালে অন্তত ১০টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল। প্রায় ছয় মাস পর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে জাতীয় দল। সবশেষ ২৯ আগস্ট নীলফামারীতে শ্রীলঙ্কার সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ।
২৭ সদস্যের জাতীয় ফুটবল দল:
ঢাকা আবাহনীর আটজন-শহীদুল ইসলাম সোহেল (গোলরক্ষক), তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, আতিকুর রহমান ফাহাদ, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, রুবেল মিয়া ও নবীব নেওয়াজ জীবন, বসুন্ধরা কিংসের আটজন- সুশান্ত ত্রিপুরা, আনিসুর রহমান জিকো, মাসুক মিয়া জনি, ইমন মাহমুদ , মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ ও মোহাম্মদ ইব্রাহিম, শেখ রাসেল ক্রীড়া চক্রের আশরাফুল ইসলাম রানা, সোহেল রানা, বিপলু আহমেদ, বিশ্বনাথ ঘোষ ও ইয়াসিন খান, সাইফ স্পোর্টিং ক্লাবের জামাল ভুঁইয়া ও রহমত মিয়া, আরামবাগ ক্রীড়া সংঘের, রবিউল হাসান, মাঝহারুল ইসলাম ও আরিফুর রহমান, শেখ জামালের মনজুরুর রহমান মানিক।
সারাবাংলা/জেএইচ