Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহামেডানকে টাকা গুণতেই হবে


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫২

মোহামেডান

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ওয়ানডে সংস্করণ মাঠে না গড়াতেই বিপাকে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিংয়ের তিন ক্রিকেটার। ক্লাবটির স্বেচ্ছাচারী কর্মকাণ্ড ও নিয়মনীতির থোরাই কেয়ার মনোভাবে দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন ক্রিকেটার মোহাম্মদ আজিম, রাহাতুল ফেরদৌস ও নুরুজ্জামান নয়ন। প্লেয়ার্স ডাফট থেকে এই তিন ক্রিকেটারকে দলে রাখলেও আচমকাই তাদের নতুন দল খুঁজতে বলেছে মোহামেডান কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার (২৫ ফেব্রুয়ারি) হোম অব ক্রিকেট মিরপুরে সাংবাদিকদের কাছে নিজে এমন অভিযোগ করে গেছেন মোহাম্মদ আজিম। গতকাল তিনি জানান, ‘আগের দিন রাতে ওয়াসিম ভাই (ম্যানেজার ওয়াসিম খান) ফোন দিয়ে বলেন, মাহবুব ভাই (মাহবুব আনাম) বলেছে, তুমি অন্য দল দেখ। আমি বলেছি, আমি এখন অন্য দল কীভাবে দেখব? এমন তো না যে আমি রিকয়েস্টেড প্লেয়ার। আপনারা আমাকে না ডাকলে আমাকে অন্য দল ডাকতে পারত। আমি জিজ্ঞেস করেছিলাম, আমি অনুশীলনে আসব কিনা? উনারা বলেন, তোমার অনুশীলনে আসার দরকার নাই।’

আজিমসহ আরো দুই ক্রিকেটারকে বলা নেই, কওয়া নেই দল থেকে বাদ দেয়ার অভিযোগ সিসিডিএম চেয়ারম্যান কাজী আহমেদের কানে এসেছে। এই পরিস্থিতিতে আপাতত সমাধান বাতলে দিতে গিয়ে নিয়মানুযায়ী তিনি মোহামেডান ক্লাবকে ওই তিন ক্রিকেটারের পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছেন, ‘তাদের না খেলালেও পারিশ্রমিক যা ধরা হয়েছিল তাই পরিশোধ করতে হবে মোহামেডানকে।’

মঙ্গলবার (২৬ ফেব্রয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্ট্রেডিয়াম চত্বরে তিনি একথা বলেন।

অন্যায়ভাবে তিন ক্রিকেটারকে বিতারিত করে তাদের বিকল্প হিসেবে মোহামেডান দলে নিয়েছে শাহাদাত হোসেন রাজিব, সাকলাইন সজীব ও তুষার ইমরানকে। অথচ এই তিনজনের কেউই প্লেয়ার্স ড্রাফটে দল পাননি। তাদের মধ্যে মোহামেডানের জার্সিতে মঙ্গলবার প্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে নামেন সাকলাইন সজীব। ডাগআউটে ছিলেন শাহাদাত ও তুষার। মোহামেডানের ডেরায় দেখা যায়নি ড্রাফটে থাকা আজিম, রাহাতুল, নুরুজ্জামানকে।

বিজ্ঞাপন

বিষয়টি বিবেচনায় নিয়ে চেয়ারম্যান কাজী ইনাম মোহামেডানকে হুশিয়ার দিয়ে বলেন, ‘আমি এই বিষয় সম্পর্কে সংবাদমাধ্যমে জেনেছি। আমি মোহামেডানের ম্যানেজেমেন্টের সঙ্গে কথা বলেছি। মোহামেডান ক্লাব খেলোয়াড়দের সঙ্গে আলাপ করে বিষয়টা নিষ্পত্তি করে ফেলবে। সবচেয়ে বড় কথা এটার (ড্রাফট থেকে জোরপূর্বক স্কোয়াডের বাইরে ফেলে দেয়া) কোনো সুযোগই নেই। এবার ক্লাবগুলোকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, খেলোয়াড়কে দলে নিয়ে না খেলালেও পারিশ্রমিকের পুরোটাই দিতে হবে। যদি কোনো খেলোয়াড়ের পারিশ্রমিক নিয়ে কোনো প্রশ্ন আসে, তাহলে সিসিডিএম ও বিসিবি দুটি জিনিস করতে পারবে। একটা পয়েন্ট কেটে নেওয়া, অন্যটা ক্লাবকে সাসপেন্ড করে দেওয়া।’

একই প্রসঙ্গে মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ ও বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছেড়ে দেব কিভাবে? এমন তো নিয়ম নেই। দলে নিলে পারিশ্রমিক দিতে হবে। খেলোয়াড় স্বেচ্ছায় চলে যেতে পারে অন্য ক্লাবের সঙ্গে যোগাযোগ করে। এটা নিয়ে আলোচনার কিছু নেই। আমরা তাদের ছাড়তে পারবো না। তারাও আমাদেরকে না বলে যেতে পারবে না।’

ক্লাবের ম্যানেজার ওয়াসিম খানের বক্তব্য ও খেলোয়াড়দের অভিযোগের কথা জানালে লোকমান হোসেন ভূঁইয়া জানান, ‘ওয়াসিম কি বলছে এটা বিষয় নয়। খেলোয়াড়রা নিয়ম জানে না বলেই আপনারদের কাছে অভিযোগ করেছে।’

ওয়াসিম খান এ বিষয়ে বলেছেন, ‘আমাদের খেলোয়াড় বেশি বলে ওদের অন্য ক্লাব দেখতে বলেছি। ওদের আমরা হয়তো খেলাতে পারবো না। ওরা তো আমাদের সাথেই আছে। সমঝোতা করে না যেতে পারলে আমাদের সাথেই থেকে যাবে।’

*** মোহামেডানের এ কেমন সিদ্ধান্ত?

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

জরিমানা ডিপিএল ২০১৯ মোহামেডান স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

২৫ নভেম্বর ঢাকায় সংহতি সমাবেশ
২২ নভেম্বর ২০২৪ ১৬:৩৩

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর