Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় দলে মোহামেডানের কোন ফুটবলার নেই কেন!


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ বঙ্গবন্ধু গোল্ডকাপের পর জাতীয় দল কোনো ম্যাচ খেলেনি। চার মাস বিরতির পর ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলছে বাংলাদেশ। ৯ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জেমি ডে’র শিষ্যরা। জাতীয় দলে ডাক পাওয়া ২৭ সদস্যের এই প্রাথমিক তালিকাও জায়গা হয়নি কোনও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররের।

কিন্তু একটা সময় আধিপত্য ছিল মতিঝিলের এই ঐতিহ্যবাহী দলটির। জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা, গোলাম সারোয়ার টিপু, কাজী মো. সালাউদ্দিন, হাসানুজ্জামান খান বাবলু, শেখ মো. আসলাম, বাদল রায়, সালাম মুর্শেদী, স্বপ্ন দাস, আবদুল গাফ্ফার, কায়সার হামিদ, ছাইদ হাসান কানন, খন্দকার ওয়াসিম ইকবাল, মন্টু, মাহমুদুল হক লিটন, সাব্বির, মানিক, জুয়েল রানা, মনু, আরমান মিয়া, নাসের হেজাজী, মনোয়ার মুন্না এবং প্রয়াত মোনেম মুন্নার মতো লিজেন্ড ফুটবলাররা দাঁপিয়েছেন জাতীয় ফুটবল দলেও।

বিজ্ঞাপন

সময়ের পরিক্রমায় বলতে গেলে কোমায় চলে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ শিরোপা তো দূরে থাক সবশেষ ফেডারেশন ও স্বাধীনতা কাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে সাদা-কালো জার্সিধারীরা। শুধু তাই নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলেও (বিপিএল) মরার মতো অবস্থা তাদের। অবস্থান করছে অবনমন জোনের শঙ্কায়। ১৩ দলের মধ্যে দশম!

যার পরিণতি জাতীয় ফুটবল দলেও। ক্লাবটির কোন ফুটবলার জায়গা করে নিতে পারে নি জাতীয় ফুটবল দলে। অনূর্ধ্ব-২৩ জাতীয় দলেও জায়গা হয়নি কোনও ফুটলারের।

এ নিয়ে যদিও দুঃখ প্রকাশ করেছেন মোহামেডানের বর্তমান ও জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার জাহিদ হাসান এমিলি, ‘খুবই দুঃখজনক এটা। প্রতিবারই কোন না কোন ফুটবলার জায়গা করে নেয়। এবার হয়নি। তবে, কয়েকজন ফুটবলার আছে যারা অন্তত অনূর্ধ্ব-২৩ দলে জায়গা পেতে পারতো।’

জেমি ডে’র ২৭ সদস্যের নির্বাচন নিয়েই শঙ্কা আছে বলে মনে করছেন তিনি, ‘এই জাতীয় দলের প্রাথমিক তালিকায় অনেকেই আছেন যারা ক্লাবের খেলায় নিয়মিত নন। নাম বলতে চাই না। এসব সবাই বোঝে ও জানে। এখানে আরও ভালো কিছু ফুটবলার যেমন নাসির উদ্দীন (বসুন্ধরা), রায়হান হোসেন (আবাহনী) জায়গা করে নিতে পারতো। তাদের বদলে যাদের ডাকা হয়েছে সেটা আশাব্যঞ্জক হবে বলে মনে হয় না। মোহামেডানের তকলিশ দারুণ ফুটবলার। সেও সুযোগ পেতে পারতো।’

এবার জাতীয় দলে ফিরেছেন আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল। সাফে সোহেলের ভুলে বাংলাদেশ গোল হজম করেছিল। বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেই সরে গিয়েছিলেন। এবার অবশ্য আবার ডাক পয়েছেন। বঙ্গবন্ধু গোল্ডকাপ থেকে বাদ পড়া চার ফুটবলার হলেন গোলরক্ষ রাসেল মাহমুদ লিটন, ডিফেন্ডার ওয়ালী ফয়সাল, মিডফিল্ডার জাফর ইকবাল ও জাভেদ খান।

সোহেলের মতো পুনরায় জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের সংখ্যা কম নয়। সোহেল রানা, রুবেল মিয়া, সুশান্ত ত্রিপুরা, গোলরক্ষক হিমেল ও ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক। জাতীয় দলে প্রথম বারের মতো ডাক পাওয়া ফুটবলার হলেন শেখ রাসেলের মিডফিল্ডার সোহেল রানা ও আরামবাগের মিডফিল্ডার আরিফুর রহমান।

৫ মার্চ পর্যন্ত প্রিমিয়ার লীগের খেলা রয়েছে। দেশে জাতীয় ফুটবলারদের নিয়ে অনুশীলনের সুযোগ পাচ্ছেন না জেমি ডে। প্রাথমিক দলে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস থেকে আট জন,শেখ রাসেলের পাচ জন, সাইফ স্পোর্টিংয়ের দু’জন, আরামবাগের তিন জন ও শেখ জামালের একজন ফুটবলার ডাক পেয়েছেন। ৫ মার্চ সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হওয়ার কথা।

কম্বোডিয়া ম্যাচের কাতারে ১০-১২ দিনের একটি অনুশীলন ক্যাম্প হবে। কাতার থেকে অ-২৩ দল বাহরাইন যাবে এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই খেলতে। অ-২৩ দলে ডাক পেয়েছেন ২৯ জন ফুটবলার। এর মধ্যে ১২ জন জাতীয় দলেও অর্ন্তভূক্ত।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর