Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাহনী-মোহামেডান দ্বৈরথের দামামা টিকে আছে কি?


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:২৫

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ ‘কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই’ মান্না দে’র গানের এই কথাগুলো যেন দেশের ক্লাব ফুটবলে নিয়তি হয়ে দাঁড়িয়েছে। ঢাকা আবাহনী-মোহামেডানের দ্বৈরথ নিয়ে যখন দেশে একসময় অনেক মিথ তৈরি হতো সেগুলো এখন হারিয়ে গেছে মাঠের লড়াইয়ে। শুকনো পাতার মতো ঝড়ে পড়েছে এই দ্বৈরথের দর্শক।

বেশিদিন ফিরতে হবে না। ২০১০ সালের আগেও যেখানে আবাহনী-মোহামেডান দ্বৈরথ দেখতে দুই গ্যালারিতে যুদ্ধ শুরু হতো সেই দামামা এখন স্তব্ধ। ম্যাচ হলে স্টেডিয়ামে এখন দু’চারজন ছাড়া কেউ থাকে না। প্রকম্পিত হয় না মাঠ গ্যালারির গর্জনে।

বিজ্ঞাপন

সেই গর্জন যেমন চায়ের আড্ডায় স্থান করে নিতো সেসব এখন শুধু পড়ে থাকে গল্পে। অতীতের ঐতিহ্যে।

এর পেছনে দায়টা অবশ্য ক্লাবগুলোরই। সময়ের পালাক্রমে ঘরের বাঘ হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছে ঢাকা আবাহনী। অন্যদিকে ঐতিহ্য হারিয়ে এখন নিঃস্ব মোহামেডান। গত এক যুগেও বলার মতো কোনও সাফল্য নেই মতিঝিলের ক্লাবটির।

এবারের পরিস্থিতি যেন আরও নাজুক মোহামেডানের। গেল ফেডারেশন ও স্বাধীনতা কাপে গ্রুপ পর্বের বাধাই টপকাতে পারলো না তারা। সঙ্গে কোচের আসা-যাওয়ার জুয়া-খেলায় লিগের খেলায়েও খেই হারিয়ে অবনমনের বিভীষিকার জোনে অবস্থান করছে সাদা-কালো জার্সিধারীরা।

তারপরেও যখন আবাহনী-মোহামেডানের ম্যাচ আসে, দামামা বাজে পত্রিকায়। ফুটবল পাড়ায়। অন্তত এইদিনটিতেই যেন জেগে ওঠে ঐতিহ্য। মর্যাদার লড়াই। ঐতিহ্যের লড়াই।

সেই লড়াইয়ে বুধবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সবুজ ঘাস জেগে উঠবে দুই দলের দ্বৈরথে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দশে থাকা মোহামেডান লড়বে দুইয়ে থাকা ঢাকা আবাহনীর বিপক্ষে।

বিজ্ঞাপন

অন্তত মর্যাদার লড়াইয়ের খাতিরে মাঠে নামার আওয়াজ মোহামেডানের তারকা ফুটবল জাহিদ হাসান এমিলি এবং আবাহনীর সাবেক ফুটবলার ও বর্তমান ম্যানেজার সত্যজিত দাস রুপুর কণ্ঠে, ‘এ লড়াই মর্যাদার লড়াই। এ লড়াই ঐতিহ্যের লড়াই। খেলোয়াড়রা সবসময় সেই চিন্তা মাথায় রেখে মাঠে নামে। চাপ থাকবে। তবে, ঐতিহ্য ধরে রাখার লড়াইয়ে নামবে দু’দল।’

অন্যদিকে দিনের প্রথম ম্যাচে একই ভেন্যুতে বিকেল সাড়ে তিনটায় শেখ জামালের মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব।

এর আগে ২০১৫ সালে সবশেষ ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান। তারপর শুধু হারার গল্পই উপহার দিয়েছে সাদা-কালোরা। এবার কি হবে?

সারাবাংলা/জেএইচ

ঢাকা আবাহনী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মোহামেডান স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর