রিজার্ভ ডে’তে গাজী গ্রুপ-প্রাইম দোলেশ্বরের ম্যাচ
২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার নির্ধারিত দিনের খেলা পণ্ড হয়ে গেল বৃষ্টির কারণে। ফলে ম্যাচটি গড়াবে রিজার্ভ ডে’তে।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) দেয়া ঘোষণানুযায়ী বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি)ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল বিকেল সাড়ে ৫টা থেকে। কিন্তু বিকেল সাড়ে ৪টা থেকে বৃষ্টি হানা দিলে ম্যাচ বন্ধ থাকে। কাট অফ টাইম নির্ধারিত হয় সন্ধ্যা ৭টা পর্যন্ত। তখনো বৃষ্টি বন্ধ না হওয়ায় ম্যাচটি রিজার্ভ ডে’তে নিয়ে যাওয়া হয়।
সিসিডিএম ইনচার্জ তওহিদ মাহমুদ জানান, ‘আজকের ম্যাচটি আগামীকাল দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।’
অথচ সূচিতে রিজার্ভ ডে’র কথা উল্লেখই ছিল না। গাজী গ্রুপ ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় সেমিতে উঠে যেত গাজী গ্রুপ।
ডিপিএল টি-টোয়েন্টির ‘ডি’ গ্রুপে থাকা তিনদলের মধ্যে ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে বিকেএসপি। এক ম্যাচ কম খেলে ১ জয়ে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজী গ্রুপের সমান সংখ্যক ম্যাচ খেলে ০ পয়েন্ট নিয়ে তলানিতে প্রাইম দোলেশ্বর।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি