Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩৪ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে হতাশার পর এবার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

হ্যামিল্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

এর আগে কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটিতে হেরে ধবলধোলাই হয়েছে টাইগাররা।

সাকিব আল হাসান ইনজুরিতে পড়ায় এই ম্যাচে টাইগার দলের অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, আবু জায়েদ, এবাদত হোসেন।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড একাদশ:

জিত রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, ওয়াটলিং, কলিন ডি গ্রান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট।

সারাবাংলা/এসএন

টেস্ট নিউজিল্যান্ড বাংলাদেশ বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর