ডিপিএল টি-টোয়েন্টি সেমিফাইনাল লাইনআপ
২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৩৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০১৮-১৯ মৌসুমে অংশ নেয়া ১২ দলকে চারটি গ্রুপে ভাগ করে গত ২৫ ফেব্রুয়ারি দেশের দুই ভেন্যুতে প্রথমবারের মতো গড়িয়েছিল ডিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিসিডিএম প্রণীত সূচি অনুযায়ী গ্রুপ পর্বের খেলা নির্ধারিত ছিল বুধবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত।
কিন্তু প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপের মধ্যকার ওইদিনের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে তা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রিজার্ভ ডে’তে। যেখানে গাজী গ্রুপকে ৩ উইকেটে হারিয়ে এবং নেট রান রেটে এগিয়ে থেকে শেষ চারে উঠে যায় প্রাইম দোলেশ্বর। আর এর মধ্য দিয়েই টুর্নামেন্টের সেমিফাইনাল লাইন আপ নির্ধারিত হয়ে যায়।
শুক্রবার (১ মার্চ) দুপুর ২টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া সেমিফাইনালের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সবার আগে সেমির টিকিট নিশ্চিত করে শাইনপুকুর। দলটিতে তারকা ক্রিকেটার হিসেবে আছেন সোহরাওয়ার্দি শুভ, শুভাগত হোম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ধীমান ঘোষরা। আর শেখ জামালের তারকাদের মধ্যে আছেন জিয়াউর রহমান, হাসানুজ্জামান, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার, ইলিয়াস সানিরা।
আর সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের দ্বিতীয় সেমিফাইনালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মোকাবেলা করবে প্রাইম দোলেশ্বরকে। প্রাইম ব্যাংকের তারকাদের তালিকায় আছেন এনামুল হক বিজয়, আরিফুল হক, অলোক কাপালি, আবদুর রাজ্জাক, আল আমিনরা। আর প্রাইম দোলেশ্বরের তারকাদের তালিকায় আছেন আরাফাত সানি, এনামুল জুনিয়র, সাইফ হাসান, ফরহাদ রেজা, মার্শাল আইয়ুবরা।
দুই সেমির জয়ী দল মুখোমুখি হবে ফাইনালে। দুই সেমি ফাইনাল আর ফাইনাল ম্যাচটি দেখা যাবে জিটিভির পর্দায়। এছাড়াও দেশের বাইরের দর্শকরা ম্যাচ তিনটি র্যাবিটহোল স্পোর্টস ইউটিউব চ্যানেল ও বিসিবির নিজস্ব ওয়েবসাইট টাইগার্স ক্রিকেটে দেখতে পাবেন।
** রান রেটে এগিয়ে সেমিতে প্রাইম দোলেশ্বর
সারাবাংলা/এমআরএফ/এমআরপি