Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌম্য’র জোড়া উইকেট, একশ লিড ছাড়াল নিউজিল্যান্ড


১ মার্চ ২০১৯ ১০:০১

।। স্পোর্টস ডেস্ক ।।

হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনের শুরুতেই নিউজিল্যান্ডকে জোড়া ধাক্কা দিয়েছেন পার্ট টাইমার সৌম্য সরকার। দ্বিতীয় সেশনের শেষের দিকে মাহমুদুল্লাহ নিউজিল্যান্ডের রেকর্ড ওপেনিং জুটি ভাঙার পর শেষ সেশনের দ্বিতীয় ওভারেই আরেক ওপেনার টম ল্যাথামের উইকেট তুলে নেন সৌম্য। পাঁচ ওভার পরই তিনি ফিরিয়েছেন নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেলরকে। তবে এরই মধ্যে স্বাগতিক নিউজিল্যান্ডের লিড ছাড়িয়েছে ১০০ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৯২ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৩৫৬ রান।

এর আগে, শুক্রবার বাংলাদেশ সময় ভোরে শুরু হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। আগের দিনের অপরাজিত উদ্বোধনী জুটি নির্বিঘ্নে পার করে দেন প্রথম সেশনটি। আগের দিনের ৮৬ রানের সঙ্গে প্রথম সেশনেই জিত রাভাল ও টম ল্যাথাম জুটি যোগ করেন ১১১ রান, নিউজিল্যান্ডের রান দাঁড়ায় বিনা উইকেটে ১৯৭।

মধ্যাহ্ন বিরতির পরও রান বাড়িয়ে নিতে থাকে উদ্বোধনী জুটি। ইনিংসের ৭০তম ওভারে ২৫৪ রানে যখন মাহমুদুল্লাহ এই জুটি ভাঙেন, ততক্ষণে শত রানের লিড পেরিয়েছে নিউজিল্যান্ড। এসময় ১৩২ রান করে আউট হন জিত রাভাল। ২০০৩ সালের পর সার্বিকভাবে নিউজিল্যান্ডের সেরা ও বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ওপেনিং জুটি।

রাভালের আউটের পর কেন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে লিড বাড়িয়ে নিতে থাকেন ল্যাথাম। দ্বিতীয় সেশনটিও পার করে দেন তারা। চা বিরতির পর দ্বিতীয় ওভারেই অবশ্য পার্ট টাইম বোলার সৌম্য সরকারের বলে ওয়াইড স্লিপে ক্যাচ তুলে দেন ল্যাথাম। ঝাঁপিয়ে পড়ে মিথুন দর্শনীয় ক্যাচ নিলে ১৬১ রানে অবসান ঘটে ল্যাথামের ইনিংসে।

এরপর ক্রিজে আসেন নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। তবে থিতু হতে পারেননি তিনি। ল্যাথামের আউটের পর ষষ্ঠ ওভারের মাথায় সৌম্যের বলেই মাত্র ৪ রানের মাথায় এলবিডাব্লিউ হন তিনি। এখন হেনরি নিকোলসকে নিয়ে নিউজিল্যান্ডের লিডকে বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যতে ব্যাট করে যাচ্ছেন অধিনায়ক কেন উইলিয়ামস।

এদিকে, নিউজিল্যান্ডের ইনিংসের ৪২তম ওভারে বল করছিলেন বাংলাদেশি পেসার খালেদ। তবে ওই ওভারে ফিল্ডিং পজিশনে নিয়ম মানা হয়নি বলে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন টম ল্যাথাম। এসময় বাংলাদেশকে ৫ রান জরিমানা দিতে হয়।

এর আগে, তামিমের ঝোড়ো সেঞ্চুরির পরও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ২৩৪ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। কিউই বোলারদের উড়িয়ে মাত্র ১২৮ বলে ১২৬ রান করেন তামিম। বাকিদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ৭ নম্বরে ব্যাট করতে নামা লিটন দাস। তিনি করেন ২৯ রান। এছাড়া আরেক ওপেনার সাদমান ২৪, ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ ২২, মুমিনুল ১২ ও মিরাজ করেন ১০ রান।

টাইগারদের প্রথম ইনিংসের সংক্ষিপ্ত স্কোর: ২৩৪/১০

তামিম (১২৬), সাদমান (২৪), মুমিনুল (১২), মোহাম্মদ মিথুন (৮), সৌম্য সরকার (১), মাহমুদউল্লাহ (২২), লিটন দাস (২৯), মিরাজ (১০), রাহী (২), খালেদ (০), এবাদত (০)*।

উইকেট নিয়েছেন: ওয়াগনারে ৫/৪৭, বোল্ট ১/৬২, সাউদি ৩/৭৬, গ্র্যান্ডহোম ১/৩৯

টাইগার একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ,আবু জায়েদ রাহী, সৌম্য সরকার, খালেদ আহমেদ ও এবাদত হোসেন ও মোহাম্মদ মিথুন।

নিউজিল্যান্ড একাদশ: জিত রাভাল, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, বি জে ওয়াটলিং (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, টিড অস্টল, টিম সাউদি, নীল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।

সারাবাংলা/টিআর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর