Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরে আর্জেন্টিনা-জার্মানি ম্যাচ


২ মার্চ ২০১৯ ১৫:২৬

।। স্পোর্টস ডেস্ক ।।

আগামী অক্টোবরে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-জার্মানি। লিওনেল মেসির দলকে আগামী ৯ অক্টোবর আতিথ্য জানাবে জার্মানরা। ডর্টমুন্ডের মাঠে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ এই ম্যাচটি। জার্মানি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রেইনহার্ড গ্রিনডেল ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের বড় এক নাম। তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হয়। এটা আমাদের ফেডারেশনের উন্নতির জন্য বড় এক পরীক্ষা। আমরা এই প্রীতি ম্যাচটি আয়োজন করতে মুখিয়ে আছি। আর বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা-জার্মানি ম্যাচ দেখতে মুখিয়ে থাকে ফুটবলপ্রেমীরা।

আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচের আগে আরও একটি ম্যাচ খেলার কথা জানিয়েছে জার্মানি ফুটবল ফেডারেশন। আগামী মার্চে সার্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানরা। ২০ মার্চ নিজেদের মাঠ উলফসবার্গে মুখোমুখি হবে জার্মানি-সার্বিয়া। অবশ্য এর চারদিন পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে আমস্টারডামে খেলবে ২০১৪ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি।

২০২০ ইউরো বাছাইপর্বে এই বছর জার্মানি খেলবে আটটি ম্যাচ। উয়েফা ন্যাশন্স লিগে নেদারল্যান্ডসের বিপক্ষে গত বছর ৩-০ গোলে হেরেছিল জার্মানরা। তাদের অন্য প্রতিপক্ষ হিসেবে এ বছর থাকছে বেলারুশ, ইস্তোনিয়া এবং নর্দান আয়ারল্যান্ড।

উল্লেখ্য, আর্জেন্টিনা-জার্মানি মুখোমুখি হয়েছে ২২টি ম্যাচে। এর মধ্যে ১০টি ম্যাচ হেরেছে জার্মানরা। আর্জেন্টিনাকে ৮টি ম্যাচে হারিয়েছে দেশটি। আর চারটি ম্যাচ ড্র হয়। সবশেষ জয়ের হাসি হেসেছে আর্জেন্টাইনরা। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। একই বছর ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে এই জার্মানির কাছেই অতিরিক্ত সময়ের গোলে (১-০) হেরেছিল আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

** মার্চে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো, ফিরতে পারেন মেসি

সারাবাংলা/এমআরপি

আর্জেন্টিনা জার্মানি

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর