Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডাক’ মারায় কারা এগিয়ে


২ মার্চ ২০১৯ ১৭:০৫

।। স্পোর্টস ডেস্ক ।।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। নিজের ১০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন অজি দলপতি অ্যারন ফিঞ্চ। হায়দ্রাবাদে ব্যাটিংয়ে নেমে অজি অধিনায়ক ৩ বলে ০ রান করে সাজঘরে ফেরেন। নিজের মাইলফলকের ম্যাচে জাসপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ‘ডাক মারেন’ ফিঞ্চ। ওয়ানডে ক্যারিয়ারে ১১টি সেঞ্চুরি করা ফিঞ্চের এটি নবম ডাক। ভারত সফরে এসে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বুমরাহর বলে গোল্ডেন ডাক মেরেছিলেন ফিঞ্চ।

বিজ্ঞাপন

ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ডাক মেরেছেন লঙ্কান কিংবদন্তি সনাথ জয়সুরিয়া। যিনি এখন আইসিসির নিয়মানুযায়ী দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ড থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ। সাবেক এই লঙ্কান ব্যাটিং অংরাউন্ডার ৪৪৫টি ওয়ানডে খেলেছেন। ৪৩৩ ইনিংসে ব্যাট হাতে নেমে মাতারা হ্যারিকেন খ্যাত এই বাঁহাতি তারকা ২৮টি সেঞ্চুরি, ৬৮টি হাফসেঞ্চুরির পাশাপাশি ০ রানে ফিরেছেন সর্বোচ্চ ৩৪ বার।

সর্বোচ্চ ডাক মারার তালিকায় দুইয়ে পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন ৩৯৮ ওয়ানডে খেলা আফ্রিদি। এই তালিকায় তিন থেকে দশে আছেন যথাক্রমে ওয়াসিম আকরাম (২৮ বার), মাহেলা জয়াবর্ধনে (২৮ বার), লাসিথ মালিঙ্গা (২৫ বার), মুত্তিয়া মুরালিধরন (২৫ বার), চামিন্দা ভাস (২৫ বার), কালুভিতরানা (২৪ বার), ক্রিস গেইল (২৪ বার) এবং ড্যানিয়েল ভেট্টরি (২৩ বার)।

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ডাক মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার এবং বাংলাদেশের বর্তমান কোচিং স্টাফের অন্যতম সদস্য কোর্টনি ওয়ালশ। ১৩২ টেস্টের ১৮৫ ইনিংসে ব্যাট হাতে ওয়ালশ ৪৩ বার কোনো রান না করেই সাজঘরে ফিরেছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ বার ০ রানে ফিরেছিলেন নিউজিল্যান্ডের বোলার ক্রিস মার্টিন। সর্বোচ্চ ডাক মারার এই তালিকায় উপরের দিকে বোলাররাই থাকবেন সেটা স্বাভাবিক।

বিজ্ঞাপন

তিন থেকে দশে আছেন যথাক্রমে গ্লেন ম্যাকগ্রা (৩৫ বার), শেন ওয়ার্ন (৩৪ বার), মুত্তিয়া মুরালিধরন (৩৩ বার), স্টুয়ার্ট ব্রড (৩১ বার), ইশান্ত শর্মা (৩০ বার), জহির খান (২৯ বার), মারভিন ডিলন (২৬ বার) এবং কার্টলি অ্যামব্রোস (২৬ বার)।

ওয়ানডে, টেস্ট আর টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটে ডাক মারায় এগিয়ে লঙ্কান গ্রেট স্পিনার মুরালিধরন। এই তিন ফরম্যাটে তিনি সর্বোচ্চ ৫৯ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ বার ডাক মারেন বাংলাদেশের বোলিং কোচ ওয়ালশ। ৫৩ বার ডাক মেরে এই তালিকায় তিনে জয়সুরিয়া। চার থেকে দশে আছেন যথাক্রমে ম্যাকগ্রা (৪৯ বার), জয়াবর্ধনে (৪৭ বার), ভেট্টরি (৪৬ বার), ওয়াসিম আকরাম (৪৫ বার), জহির খান (৪৪ বার), শেন ওয়ার্ন (৪৪ বার) এবং শহীদ আফ্রিদি (৪৪ বার)।

** নিষিদ্ধ হলেন লঙ্কান গ্রেট সনাথ জয়সুরিয়া

সারাবাংলা/এমআরপি

অ্যারন ফিঞ্চ ওয়ালশ জয়সুরিয়া ডাক মুরালিধরন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর