সুজনের আক্ষেপ
৩ মার্চ ২০১৯ ১৪:৫৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
আক্ষেপটা হয়তো হ্যামিল্টনে টিম বাংলাদেশের মধ্যেও প্রবলভাবে কাজ করছে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তামিম ইকবালের ৭৪ রানের পর দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনে এসে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট যেভাবে গর্জে উঠলো, প্রথম ইনিংসেও যদি এভাবে গর্জে উঠতো! তাতে আর যাই হোক টেস্ট ক্রিকেটের ১৯ বছরে এসে বিদেশ বিভুঁয়ে ইনিংস পরাজয় দেখতে হতো না।
তাসমান সাগর পাড়ে অবস্থানরত টাইগার টিম ম্যানেজমেন্টের মনে খেলে যাওয়া সেই অনুভুতি প্রবল খেলে যাচ্ছে বাংলাদেশে অবস্থানরত খালেদ মাহমুদ সুজনের মধ্যেও।
তিনি মনে করিয়ে দিলেন টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসটা সবসময়ই গুরুত্বপূর্ণ। প্রথম ইনিংসে বাংলাদেশ যদি ৪০০ রানও করতে পারতো তাহলে হয়তো ম্যাচের গল্প ভিন্নও হতে পারতো। সেটা নিয়ে সুজনের অল্প বিস্তর অভিযোগ আছে সত্যি কিন্তু একটি বিষয়ে তাকে তৃপ্ত দেখাল। সেটা অন্য কারণে নয়, বাংলাদেশের প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যানরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পেরেছেন বলে।
‘এই রানটা যদি আমরা প্রথম ইনিংসে করতে পারতাম তাহলে হয়তো অনেক সহজ হতো। প্রথম ইনিংসটা টেস্ট ম্যাচে গুরুত্বপূর্ণ এটা মাথায় রেখেই ছেলেদের ব্যাটিং করতে হবে। তবে আমি বিশ্বাস করি যে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা আমাদের সক্ষমতা বুঝিয়েছে। আমরা চেষ্টা করেছি ভালো খেলতে। জয় পরাজয় থাকতে পারে কিন্তু আমাদের প্রক্রিয়াটি ভালো ছিলো।’
রোববার (৩ মার্চ) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি চত্বরে তিনি একথা বলেন খালেদ মাহমুদ সুজন।
আরো পড়ুন : হ্যামিল্টন টেস্ট মনে রেখে দেবে রিয়াদ-সৌম্যদের!
হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিনে এসে কী অবিশ্বাস্যভাবেই না এক সঙ্গে জ্বলে উঠলেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেটের চারপাশে নান্দনিক সব স্ট্রোক খেলে সৌম্য সরকার ৯৪ বলে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। যা হয়ে থাকলো বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির যুগ্ম রেকর্ড। নয় বছর আগে লর্ডসে সমান সংখ্যক বলে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তামিম ইকবাল।
তবে সেঞ্চুরি করেই ক্ষান্ত থাকেননি সৌম্য। ইনিংসটিকে নিয়ে গেছেন দেড়শ’র একেবারে নিঃশ্বাস দূরত্বে। দুর্ভাগ্যজনক ভাবে ১৪৯ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে ফিরলেন।
উইকেটের অপর প্রান্তে থেমে ছিলো না মাহমুদউল্লাহর ব্যাটও। দারুণ প্রত্যয়ী ব্যাটে খেললেন ক্যারিয়ার সেরা ১৪৬ রানের ইনিংস। এতে করে বাংলাদেশ পেল ৪২৯ রানের সংগ্রহ। তবে তাতে ইনিংস পরাজয় এড়ালো না সত্যি, কিন্তু কিছুটা হলেও স্বস্তির বাতাস বইয়ে গেল বাংলাদেশ দলে। এই স্বস্তিটুকুই সিরিজের বাকি দুই টেস্টে টাইগারদের ঘুরে দাঁড়ানোর টোটকা হিসেবে কাজ করবে বলে বিশ্বাস করেন সুজন।
‘আমার মনে হয় যে খুবই ভালোভাবে দ্বিতীয় ইনিংসে আমরা নিজেদের প্রয়োগ করতে পেরেছি। আমরা চেষ্টা করেছি উইকেটে থাকার, রান করার। সৌম্য, রিয়াদের ব্যাট থেকে বড় ইনিংস.. যদিও আমরা ইনিংস ব্যবধানে হেরেছি, কিন্তু তারপরেও বলবো এখান থেকে অনেক কিছু নিয়ে পরের দুই ম্যাচে যাওয়া যাবে।’
৮ মার্চ ওয়েলিংটনে শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট।
সারাবাংলায় আরো পড়ুন: ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
সারাবাংলা/এমআরএফ/এসএন