।। স্পোর্টস ডেস্ক ।।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে হারিয়েছে টিম ইন্ডিয়া। ৬ উইকেটে হারানোর ম্যাচের মধ্যদিয়ে দলপতি হিসেবে বিরাট কোহলি টপকে গেছেন ক্যারিবীয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসকে। অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ডকে টপকে এখন কোহলির জয় ৪৮টি ওয়ানডে ম্যাচে।
হায়দ্রাবাদে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অধিনায়কত্বের মধ্যদিয়ে কোহলি ৬৪ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। যেখানে তার নেতৃত্বে টিম ইন্ডিয়া জিতলো ৪৮টি ম্যাচে।
প্রথম ৬৪ ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের তালিকায় জয়ের শতাংশে কোহলি তিন নম্বরে। চারে নেমে গেছেন ভিভ রিচার্ডস। ৬৪ ম্যাচে নেতৃত্ব দেওয়ার সময়ে ক্যারিবীয়ান এই সাবেক তারকা দলকে ৪৭ ম্যাচ জিতিয়েছিলেন। কোহলি জেতালেন ৪৮ ম্যাচ। এই তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিং। অজিদের তিনি জিতিয়েছেন ৫১টি ম্যাচ। আর দুইয়ে আছেন আরেক ক্যারিবীয়ান দলপতি ক্লাইভ লয়েড। তিনি ৬৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছেন ৫০ ম্যাচ।
দলপতিদের জয়ের তালিকায় শীর্ষে আছেন পন্টিং। ২৩০ ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে পন্টিং জিতেছিলেন সর্বোচ্চ ১৬৫ ম্যাচ। দুইয়ে আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। তিনি ২০০ ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন ১১০ ম্যাচ। আর তিনে আছেন অস্ট্রেলিয়ার সাবেক গ্রেট অ্যালান বোর্ডার। তিনি ১৭৮ ম্যাচে অজিদের জিতিয়েছিলেন ১০৭ ম্যাচ। এই তিন জন অধিনায়ক জয়ের দিক দিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন।
এছাড়া, দক্ষিণ আফ্রিকার সাবেক দলপতি হ্যান্সি ক্রনিয়ে ১৩৮ ম্যাচে জিতেছেন ৯৯টি ম্যাচ। আর নিউজিল্যান্ডের সাবেক দলপতি স্টিফেন ফ্লেমিং ২১৮ ম্যাচে জিতেছিলেন ৯৮টি ওয়ানডে। ভিভ রিচার্ডস ক্যারিয়ার শেষের আগে ১০৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছিলেন ৬৭টি ওয়ানডে।
সারাবাংলা/এমআরপি