Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাংকিংয়ে তামিম-সৌম্য-রিয়াদের লম্বা লাফ


৪ মার্চ ২০১৯ ১৪:১২

।। স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি র‌্যাংকিং প্রকাশ করেছে। যেখানে লম্বা লাফ দিয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল, দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ এবং প্রথম সেঞ্চুরি পাওয়া সৌম্য সরকার। ইনিংস ব্যবধানে হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান।

ওদিকে, ডাবল সেঞ্চুরি করা নিউজিল্যান্ডের দলপতি কেন উইলিয়ামসন ক্যারিয়ার সেরা র‌্যাংকিং পয়েন্ট স্পর্শ করেছেন। হ্যামিল্টন টেস্ট শেষে র‌্যাংকিংয়ে এগিয়েছেন কিউই তারকা ব্যাটসম্যান টম ল্যাথাম এবং বোলার নেইল ওয়াগনার।

উইলিয়ামসন ক্যারিয়ার সেরা ৯১৫ র‌্যাংকিং পয়েন্ট ছুঁয়েছেন। সাদা পোশাকে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ভারতের দলপতি বিরাট কোহলি (৯২২)। ৭ পয়েন্ট পিছিয়ে উইলিয়ামসন দুইয়ে, তিনে আছেন ৮৮১ র‌্যাংকিং পয়েন্ট পাওয়া ভারতের ব্যাটসম্যান চেতশ্বর পুজারা।

প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন তামিম। চোটের কারণে দুটি টেস্ট সিরিজ বাইরে থাকার পর এই ম্যাচ দিয়ে সাদা পোশাকে ফিরেই খেলেছেন ১২৬ ও ৭৪ রানের দুর্দান্ত দুটি ইনিংস। ১১ ধাপ এগিয়েছেন তামিম, উঠছেন ২৫ নম্বরে। চোটের কারণে খেলতে না পারা সাকিবের অবস্থান ২৮ নম্বরে। সাকিবকে টপকে র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন তামিমই।

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ। দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা ১৪৬ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ এগিয়েছেন ১২ ধাপ। তাতে ক্যারিয়ার সেরা ৪০ নম্বরে উঠেছেন মাহমুদউল্লাহ। টেস্ট ক্যারিয়ারে অভিষেক সেঞ্চুরিতে সৌম্য করেছেন ১৪৯ রান। ২৫ ধাপ এগিয়ে বাঁহাতি ব্যাটসম্যান এখন ৬৭ নম্বরে।

এছাড়া, মুশফিকুর রহিম ৩২ নম্বরে, মুমিনুল হক ৩৫ নম্বরে, ইমরুল কায়েস ৮৭ নম্বরে, লিটন দাস ৯১ নম্বরে অবস্থান করছেন। বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ উঠেছেন ৬৩ নম্বরে। চোটের কারণে হ্যামিল্টন টেস্ট খেলতে না পারা সাকিব ২০ নম্বরে, তাইজুল ইসলাম ২২ নম্বরে, মেহেদি হাসান মিরাজ ২৩ নম্বরে, মোস্তাফিজুর রহমান ৫১ নম্বরে, নাঈম হাসান ৭৮ নম্বরে অবস্থান করছেন।

সারাবাংলা/এমআরপি

আইসিসি তামিম রিয়াদ র‍্যাংকিং সৌম্য


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর