Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কষ্টার্জিত জয়ে শীর্ষে বসুন্ধরা


৫ মার্চ ২০১৯ ১৯:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠেছে নবাগত দল বসুন্ধরা কিংস। মঙ্গলবার (৫ মার্চ) শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তারা। তাতে জয়ের ধারা ধরে রেখেছে দলটি।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে মাঠে নেমে প্রথমার্ধে কোনো গোল পায়নি দু’দল। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৫৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্কোস ডি সিলভা। গোল সহায়তা করেন মোহাম্মদ ইব্রাহিম।

এই জয়ে এখন পর্যন্ত অপরাজিত আছে বসুন্ধরা। সবমিলিয়ে ৯ ম্যাচে ৮টিতে জয় ও বাকি ম্যাচ ড্রয়ে শীর্ষে ওঠা বসুন্ধরার পয়েন্ট ২৫। অন্যদিকে, এই ম্যাচ হেরে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। বসুন্ধরার চেয়ে এক ম্যাচে বেশি খেলেছে দলটি।

বিজ্ঞাপন

দিনের অন্য ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ম্যাচটি ১-১ গোলে ড্র দিয়েই শেষ হয়েছে। আরামবাগের হয়ে গোল করেন জাহিদ হোসেন আর রহমতগঞ্জের হয়ে গোল করেন সিও জুনাপিও।

এই ড্রয়ে ১০ ম্যাচে ৫টি জয় ও ১টি ড্রয়ে আরামবাগের পয়েন্ট দাঁড়িয়েছে ১৬। এক ম্যাচ কম খেলা রহমতগঞ্জের আছে ৮ পয়েন্ট।

আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার হয়ে জোড়া গোল করেন মিডফিল্ডার ইউসুকে কাতো, আর বাকি গোলটি করেন মেহেদী হাসান রয়েল।

এই জয়ে ৯ ম্যাচে ৪টি জয় ও ১টি ড্রয়ে ১৩ পয়েন্ট আছে মুক্তিযোদ্ধা সংসদের। আর ৩ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ইউনিয়ন আছে টেবিলের তলানিতে।

সারাবাংলা/এসএন

বসুন্ধরা কিংস শেখ রাসেল ক্রীড়া চক্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর