জয়ের আশা নিয়ে কম্বোডিয়া যাচ্ছে বাংলাদেশ
৫ মার্চ ২০১৯ ২১:৩৬
।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দীর্ঘ পাঁচ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে চলেছে দেশের জাতীয় ফুটবল দল। এর মাঝে দেশে স্বাধীনতা কাপ-ফেডারেশন কাপ শেষ হয়েছে। ফুটবলাররা ব্যস্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে। এরই মধ্যে জাতীয় দলের ডাক পেয়েছে চূড়ান্ত ২৩ ফুটবলার।
ডাক কেন সেটা কারও অজানা না। কম্বোডিয়ার উদ্দেশ্যে বুধবার রওনা দেবে লাল-সবুজ জার্সিধারীরা। লক্ষ্য ৯ মার্চ কম্বোডিয়ার সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এই ম্যাচকে ঘিরেই সকল পরিকল্পনা কোচ জেমি ডের।
গত বছর ১০ অক্টোবর কক্সবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ফিলিস্তিনের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এর মধ্যে কেটে গেছে আরও পাঁচ মাস। তবে, থেমে নেই ফুটবল। দেশে এখন ফুটবলাররা ব্যতিব্যস্ত বিপিএল। আজকেই এ মাসের শেষ ম্যাচটি হয়ে গেল। এখন জেমি ডে’র কাজও বেড়ে গেল।
এই একমাসে কোনও ঘরোয়া ফুটবল নেই। জাতীয় ফুটবল দল ও বাহরাইনে এএফসি চ্যালেঞ্জ নিয়ে মেতে থাকবেন ফুটবল কোচ। তবে, জয়ের আশা নিয়েই কম্বোডিয়ায় যাচ্ছে বাংলাদেশ এমনটা জানালেন জেমি ডে, ‘এখানে সেরা ২৩ জনই আছে। দারুণ কিছু তরুণ ফুটবলার আছে। অভিজ্ঞতায় সম্ভার কয়েকজনও আছে। অভিজ্ঞরা তরুণদের ফ্রি হয়ে খেলতে সহযোগিতা করবে। সবাই ম্যাচ খেলার মধ্যেই আছে। আশা করি জিততে পারবো।’
স্কোয়াড নিয়ে খুশি দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘কোচ ও নির্বাচক যে দল ঠিক করেছেন তাতে আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা সেরাটাই দিবো। জেতার বিশ্বাস নিয়েই যাবো।’
বুধবার (৬ মার্চ) দুপুরে কম্বোডিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জেমি ডে’র শিষ্যরা। ২৩ ফুটবলারের সঙ্গে কোচ-ম্যানেজারসহ অফিসিয়াল যাচ্ছেন ৮ জন। মঙ্গলবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদসহ সংশ্লিষ্টরা।
বুধবারেই পৌঁছে ৯ মার্চ ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। ১১ মার্চ ঢাকায় ফিরবে জামাল-মতিন মিয়ারা। এরপর এএফসির চ্যালেঞ্জে কাতার ক্যাম্পের জন্য ঢাকা ছাড়বে অনূর্ধ্ব-২৩ দলের সদস্যরা। ২০ মার্চ ঢাকায় ফিরে পর দিনই আবার বাহরাইনের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ। ২২ মার্চ স্বাগতিক বাহরাইন দিয়ে এএফসির চ্যালেঞ্জ শুরু করবে জেমি ডে’র শিষ্যরা।
ছুটি কাটাতে জেমি ডে ইংল্যান্ড থাকাকালীন ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাফুফে। সেই তালিকা থেকে ৪ জনকে বাদ দিয়েছেন জেমি ডে। বাদ পড়াদের উল্লেখযোগ্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আবাহনীর মিডফিল্ডার মামুনুল ইসলাম। ফিটনেস না থাকায় বাদ পড়েছেন আবাহনীর মিডফিল্ডার মামুন ও সোহেল রানা, ইনজুরির কারণে ছিটকে গেছেন আরামবাগের মিডফিল্ডার আরিফুর এবং তিন গোলরক্ষক নির্বাচিত করায় বাদ পড়েছেন আরামবাগের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল।
বাংলাদেশ দল:
গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো।
রক্ষণভাগ : তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া ও মনজুর রহমান মানিক।
মধ্যমাঠ : আতিকুর রহমান ফাহাদ, জামাল ভুঁইয়া, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মো. সোহেল রানা, ইমন মাহমুদ বাবু ও বিপলু আহমেদ।
আক্রমণভাগ: নাবিব নেওয়াজ জীবন, রুবেল মিয়া, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ ও মোহাম্মদ ইব্রাহিম।
সারাবাংলা/জেএইচ/এসএন