Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলির রেকর্ডের দিনে অস্ট্রেলিয়াকে হারালো ভারত


৫ মার্চ ২০১৯ ২২:২৫

।। স্পোর্টস ডেস্ক ।।

শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১১ রান, হাতে ছিল দুটি উইকেট। তবে সেই লক্ষ্য তাড়া করতে পারেনি অজিরা। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও মাত্র ৮ রানে হারলো তারা। তাতে সিরিজে ২-০তে এগিয়ে গেছে স্বাগতিকরা।

নাগপুরে মঙ্গলবার (৫ মার্চ) টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ৪০তম ওয়ানডে শতকে ভর করে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫০ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪৯.৩ বলে ২৪২ রান তুলতেই গুটিয়ে যায় অজি ইনিংস।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল অজিরা। ওপেনার অ্যারন ফিঞ্চ ও উসমান খাজা মিলে ৮৩ রানের জুটি গড়েন। তবে সেই উইকেট ভেঙে দেন কুলদ্বীপ যাদব। তার বলে এলবির শিকার হয়ে ব্যক্তিগত ৩৭ রানে ফেরেন ফিঞ্চ। এরপর দলের রান যোগ হওয়ার আগেই আরেক ওপেনার খাজাকে ফেরান কেদার যাদব। তার বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩৮ রানে ফেরেন খাজা।

এরপর মার্শ ১৬ ও ম্যাক্সওয়েল ৪ রানে ফেরেন। তবে এরপর হ্যান্ডসকম্ব ও মার্কাস স্টোইনিস মিলে দলের হাল ধরেন। কিন্তু দলীয় ১৭১ রানে ব্যক্তিগত ৪৮ রানে রানআউট হয়ে ফেরেন হ্যান্ডসকম্ব। এরপর অ্যালেক্স ক্যারেকে সঙ্গে করে দলের হাল ধরেন স্টোইনিস। তবে দলীয় ২১৮ রানে ব্যক্তিগত ২২ রানে বোল্ড হয়ে ফেরেন ক্যারে।

এরপর একদিক থেকে দলের হাল ধরে অর্ধশতক তুলে নেন স্টোইনিস। তবে শেষ দিকে কাউন্টার নিলে ৪ রান ও প্যাট কামিন্স শূন্য হাতে ফেরেন। এরপর স্টোইনিসকে ব্যক্তিগত ৫২ রানে এলবিতে ফেরান বিজয় শঙ্কর। আর শেষ দিকে অ্যাডাম জাম্পাকে ২ রানে ফেরান তিনি। তাতেই ২৪২ রানে থামে অজি ইনিংস।

বিজ্ঞাপন

ভারতের হয়ে কুলদীপ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়াও জাসপ্রিত বুমরাহ ও বিজয় শঙ্কর।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ভারতের অধিনায়ক বিরাট কোহলি তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৪০তম শতক। শেষ পর্যন্ত ১২০ বলে ১০ চারের সাহায্যে ১১৬ রান তোলেন তিনি। এছাড়াও শিখর ধাওয়ান ২১, আম্বাতি রাইডু ১৮, বিজয় শঙ্কর ৪৬, কেদার যাদব ১১ ও রবীন্দ্র জাদেজা ২১ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন প্যাট কামিন্স। এছাড়াও দুটি উইকেট নেন অ্যাডাম জাম্পা।

ম্যাচসেরার পুরস্কার আসে ভারতের অধিনায়ক বিরাট কোহলির হাতে।

আরো পড়ুন : ৪০ সেঞ্চুরি, অধিনায়ক কোহলির অনন্য রেকর্ড

সারাবাংলা/এসএন

অস্ট্রেলিয়া ওয়ানডে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর