৫০০ জয়ের পাশাপাশি ভারত হেরেছে সর্বোচ্চ ম্যাচ
৬ মার্চ ২০১৯ ১৫:০৮
।। স্পোর্টস ডেস্ক ।।
২০১২ সালে নিজেদের ওয়ানডে ইতিহাসে ৪০০তম ম্যাচ জয়ের স্বাদ নিয়েছিল টিম ইন্ডিয়া। গতকাল নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে ওয়ানডেতে নিজেদের ৫০০তম জয় তুলে নিয়েছে ভারত। ৯৬৩তম ওয়ানডেতে এসে এই মাইলফলকের দেখা পেয়েছে বিরাট কোহলির দলটি।
গতকাল ওয়ানডে ফরম্যাটের ম্যাচ হয়েছিল দুটি। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয় ভারতের মাটিতে। আফগানিস্তান ভারতের দেরাদুনকে ঘরের মাঠ বানিয়েছে। সেখানে আফগানরা মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ডের। সেটিকে ধরা হয় ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৪১০৫ নম্বর ওয়ানডে ম্যাচ। আর নাগপুরে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচটিকে ধরা হয়েছিল ৪১০৬ নম্বর ওয়ানডে ম্যাচ।
আফ্রিকা একাদশ, এশিয়া একাদশ, ইস্ট আফ্রিকা, আইসিসি বিশ্ব একাদশ সহ স্বীকৃত ওয়ানডে খেলা ২৭টি দলের মধ্যে ভারত ম্যাচ খেলেছে সবচেয়ে বেশি। সর্বোচ্চ ৯৬৩টি ম্যাচ খেলে ফেলেছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৯২৪টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। তৃতীয় সর্বোচ্চ ৯০৭টি ওয়ানডে খেলেছে পাকিস্তান।
ওয়ানডেতে শুধু অস্ট্রেলিয়াই ভারতের চেয়ে বেশি ম্যাচ জিতেছে। অজিরা ৯২৪ ম্যাচ খেলে জিতেছে ৫৫৮টি ওয়ানডে ম্যাচ। তবে সবচেয়ে বেশি ওয়ানডে হেরেছে ভারত। ৯৬৩ ওয়ানডে খেলে ৫০০ জয়ের পাশাপাশি হেরেছে সর্বোচ্চ ৪১৪ ম্যাচে। দ্বিতীয় সর্বোচ্চ ৪১১টি ম্যাচ হেরেছে ৮৩২ ওয়ানডে খেলা শ্রীলঙ্কা।
ভারতের ৯টি ম্যাচ টাই হয়। আর সর্বোচ্চ ৪০টি ওয়ানডেতে কোনো ফল পায়নি ভারত। নিউজিল্যান্ডও ভারতের সমান ৪০টি ওয়ানডেতে কোনো রেজাল্ট পায়নি।
২০১২ সালের পর গত সাত বছরের মধ্যে ওয়ানডেতে ভারত যে তিনটি মাইলফলকের জয় পেয়েছে, তার প্রতিটিতে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ২০১২ সালে ভারতের ৪০০তম, ২০১৫ সালে ভারতের ৪৫০তম জয় ও গতকাল ভারতের ৫০০তম ওয়ানডে জয়ে সেঞ্চুরির পাশাপাশি ম্যাচ সেরাও হয়েছেন কোহলি। গতকাল ভারতের ৫০০তম ওয়ানডে ম্যাচ জয়ে ১২০ বলে ১১৬ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। এটি ওয়ানডে ক্যারিয়ারে তার ৪০তম সেঞ্চুরি। সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি করেছেন ভারতের আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
** কোহলির রেকর্ডের দিনে অস্ট্রেলিয়াকে হারালো ভারত
সারাবাংলা/এমআরপি