নতুন এক ব্রাডম্যানের বিপক্ষে খেলছে বাংলাদেশ
৭ মার্চ ২০১৯ ১২:৫৪
।। স্পোর্টস ডেস্ক ।।
১৯৩১-৩২ মৌসুমে অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম কন্ডিশনে ২০০ গড়ে রান করেছিলেন। সেবার এই অজি গ্রেটের গড় ছিল ২০১.০৫। নিউজিল্যান্ডের ওপেনার টম ল্যাথাম তাকেও টপকে গেছেন। নিজেদের মাটিতে খেলতে নেমে ল্যাথাম সবশেষ তিন ম্যাচের চার ইনিংসে ব্যাট হাতে করেছেন ২০৩.৬৭ গড়ে রান।
ব্রাডম্যানের অনন্য সেই কীর্তির ৮৭ পর টেস্ট ক্রিকেট দেখলো ল্যাথামের দুর্দান্ত এই কীর্তি। তিন টেস্টের চার ইনিংসে তার তিনটি সেঞ্চুরি, একটি আবার ডাবল। স্কোর অপরাজিত ২৬৪, ১০, ১৭৬ এবং ১৬১। তার সবশেষ খেলা তিন ম্যাচে মোট রান ৬১১। অপরাজিত ইনিংস হিসেবে না নিয়েই ব্যাটিং গড় ২০৩.৬৭।
গত ১৫ ডিসেম্বর ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ২৬৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে হয়নি। একই সিরিজে লঙ্কানদের বিপক্ষে ক্রাইস্টচার্চে ২৬ ডিসেম্বর প্রথম ইনিংসে ১০ রান করার পর এই কিউই ওপেনার দ্বিতীয় ইনিংসে করেন ১৭৬ রান। আর সবশেষ ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে করেন ১৬১ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে হয়নি।
এই তিন ম্যাচ বাদে তার আগে নিজেদের মাটিতে গত ৩০ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ল্যাথাম করেছিলেন ৮৬ রান। এরপর আবুধাবি-দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে তার স্কোরগুলো ছিল ১৩, ০, ২২, ৫০, ৪ এবং ১০। বলে রাখা ভালো, টেস্ট অভিষেকেই ডাক মেরেছিলেন ল্যাথাম। আর ক্যারিয়ারের শেষ ম্যাচে ডাক মেরেছিলেন ব্রাডম্যান।
বাংলাদেশের বিপক্ষে সবশেষ ম্যাচটি ছিল তার ৪২তম ম্যাচ। যেখানে ৪৩.২৫ গড়ে ৯টি সেঞ্চুরি হয়ে গেছে। লঙ্কানদের বিপক্ষে তার খেলা অপরাজিত ২৬৪ রানের ইনিংসটি ক্যারিয়ার সেরা। তাছাড়া সেই ইনিংসটি ছিল নিউজিল্যান্ডের ষষ্ঠ সর্বোচ্চ এবং তৃতীয় দীর্ঘতম ইনিংস। ৬৯৪ মিনিট ২২ গজে টিকে ছিলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি জিতে নিয়েছে নিউজিল্যান্ড। হ্যামিল্টন টেস্টের পর এবার শুরু হচ্ছে ওয়েলিংটন টেস্ট। সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যাওয়ার আগে তোলে ২৩৪ রান। নিজেদের প্রথম ইনিংসে কিউইরা নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ তোলে (৭১৫ রান)। বাংলাদেশ রানের পাহাড়ে চাপা পড়ে দ্বিতীয় ইনিংসে তোলে ৪২৯ রান। সফরকারীরা ম্যাচটি হারে ইনিংস ও ৫২ রানের বিশাল ব্যবধানে। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে ৭৪ রান করে আউট হন তিনি। তবে, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পান সৌম্য সরকার এবং ভারপ্রাপ্ত দলপতি মাহমুদইল্লাহ রিয়াদ। সৌম্য ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পান। আর মাহমুদউল্লাহ খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস। শুক্রবার (৮ মার্চ) বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে দ্বিতীয় ম্যাচটি। সিরিজ বাঁচাতে লড়বে বাংলাদেশ, সিরিজ নিশ্চিতে নামবে নিউজিল্যান্ড।
** মুশফিককে পাওয়া যাবে না, তামিমের হালকা চোট
সারাবাংলা/এমআরপি