Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের নেশায় ঘাম ঝড়াচ্ছেন ফুটবলাররা


৭ মার্চ ২০১৯ ১৯:৪০

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ কম্বোডিয়ায় পৌঁছে হোটেল সানওয়েতে ঠেরেছে জাতীয় দলের ফুটবলাররা। আজ বিকালেই মাঠে নেমে গেছে জেমি ডে’র শিষ্যরা। দলে যুক্ত হয়েছেন দুই ‘আপদকালীন কোচ’ দুই বৃটিশ। ফিজিও সায়মন মল্টবাই ও গোলরক্ষক কোচ ডিন মে।

তাদের নিয়েই বিকেলে দুই ঘণ্টার অনুশীলন সেশন শেষ করেছে জামাল ভূঁইয়ারা। রাতে টিম মিটিংয়ে ম্যাচের দিন কৌশলসহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে বসবেন ফুটবলাররা।

দীর্ঘ পাঁচ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে চলেছে দেশের জাতীয় ফুটবল দল। এর মাঝে দেশে স্বাধীনতা কাপ-ফেডারেশন কাপ শেষ হয়েছে। এরই মাঝে চূড়ান্ত ২৩ ফুটবলারকে নিয়ে কম্বোডিয়ায় অবস্থান জেমি ডে।

লক্ষ্য ৯ মার্চ কম্বোডিয়ার সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এই ম্যাচকে ঘিরেই সকল পরিকল্পনা কোচ জেমি ডের।

গত বছর ১০ অক্টোবর কক্সবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ফিলিস্তিনের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এর মধ্যে কেটে গেছে আরও পাঁচ মাস। এখন জেমি ডে’র কাজও বেড়ে গেল।

এই একমাসে কোনও ঘরোয়া ফুটবল নেই। জাতীয় ফুটবল দল ও বাহরাইনে এএফসি চ্যালেঞ্জ নিয়ে মেতে থাকবেন ফুটবল কোচ। তবে, জয়ের আশা নিয়েই কম্বোডিয়ায় যাচ্ছে বাংলাদেশ এমনটা জানিয়ে গেছেন জেমি ডে, ‘এখানে সেরা ২৩ জনই আছে। দারুণ কিছু তরুণ ফুটবলার আছে। অভিজ্ঞতায় সম্ভার কয়েকজনও আছে। অভিজ্ঞরা তরুণদের ফ্রি হয়ে খেলতে সহযোগিতা করবে। সবাই ম্যাচ খেলার মধ্যেই আছে। আশা করি জিততে পারবো।’

এর আগে বুধবার (৬ মার্চ) দুপুরে কম্বোডিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে জেমি ডে’র শিষ্যরা। ২৩ ফুটবলারের সঙ্গে কোচ-ম্যানেজারসহ অফিসিয়াল যাচ্ছেন ৮ জন। ওই দিনই সন্ধ্যার পর কম্বোডিয়ার রাজধানী নম পেনে পৌঁছে গেছে দল। এর আগে মঙ্গলবার (৫ মার্চ) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদসহ সংশ্লিষ্টরা।

এতোখনে তাদের পৌঁছে যাওয়ার কথা। ৯ মার্চ ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। ১১ মার্চ ঢাকায় ফিরবে জামাল-মতিন মিয়ারা। এরপর এএফসির চ্যালেঞ্জে কাতার ক্যাম্পের জন্য ঢাকা ছাড়বে অনূর্ধ্ব-২৩ দলের সদস্যরা। ২০ মার্চ ঢাকায় ফিরে পর দিনই আবার বাহরাইনের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ। ২২ মার্চ স্বাগতিক বাহরাইন দিয়ে এএফসির চ্যালেঞ্জ শুরু করবে জেমি ডে’র শিষ্যরা।

বাংলাদেশ দল:
গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো। রক্ষণভাগ : তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া ও মনজুর রহমান মানিক। মধ্যমাঠ : আতিকুর রহমান ফাহাদ, জামাল ভুঁইয়া, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মো. সোহেল রানা, সোহেল রানা ও বিপলু আহমেদ। আক্রমণভাগ: নবীব নেওয়াজ জীবন, রুবেল মিয়া, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ ও মোহাম্মদ ইব্রাহিম।

সারাবাংলা/জেএইচ

কম্বোডিয়া ম্যাচ জেমি ডে


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর