কুতিনহোকে চাইছে ইউনাইটেড, কিমিচকে চাইছেন মেসি
১০ মার্চ ২০১৯ ১৫:৪০
।। স্পোর্টস ডেস্ক ।।
লা লিগার চলতি মৌসুমে নিজেদের ফর্ম ধরে রেখেছে ক্লাব বার্সেলোনা। এখন পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে আছে কাতালান ক্লাবটি। দলকে আরো শক্তিশালী করতে গ্রীষ্মের দলবদলের মৌসুমে নতুন খেলোয়াড় আনার পরিকল্পনা করছে বার্সা। নতুন খেলোয়াড় আনার পক্ষে নিজের মতামতও নাকি দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
আগামী মৌসুমে দল সাজাতে এরই মধ্যে ক্লাব কর্তৃপক্ষের পাশাপাশি নিজেও ভূমিকা রাখছেন মেসি। দলবদলের মৌসুমে বায়ার্ন মিউনিখের রাইট ব্যাক জোশুয়া কিমিচকেই দলে ভেড়াতে চাইছেন বার্সা অধিনায়ক। ২৪ বছর বয়সি এই জার্মান তারকাকে দলে নিতে বার্সাকে নাকি পরামর্শও দিয়েছেন বার্সার নাম্বার টেন।
নেলসন সেমেদো এবং সার্গি রবের্তো এই মূহুর্তে আছেন বার্সার রাইটব্যাকে। তবে এই পজিশনে অভিজ্ঞ ফুটবলারকে কিমিচকে চাইছেন মেসি।
এদিকে, গুঞ্জন উঠেছে বার্সা মিডফিল্ডার ফিলিপ কুতিনহোকে ১০০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’তে দলে নিতে চাইছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ গণমাধ্যমের দেওয়া তথ্য মতে, ২৬ বছর বয়সি ব্রাজিলিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে নিতে এরই মধ্যে তার এজেন্টের সঙ্গে কথা বলেছে ইউনাইটেড।
সারাবাংলা/এসএন