Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শচিন-শেবাগকে টপকে গেলেন রোহিত-শিখর


১০ মার্চ ২০১৯ ১৯:১৯

।। স্পোর্টস ডেস্ক ।।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাঠে নেমেছে ভারত। এই ম্যাচে ব্যাট হাতে দারুণ কীর্তি গড়েছেন ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা।

ওয়ানডেতে ভারতের হয়ে শচিন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেবাগের জুটি ছিল একসময়ের দুর্দান্ত জুটি। দু’জনের সেই জুটিকে এবার ছাপিয়ে গেলেন ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। রোববার (১০ মার্চ) মোহালিতে অজিদের বিপক্ষে মাঠে নেমে প্রথম উইকেটে ১৯৩ রানের জুটি গড়েন এই দুই ওপেনার। তাতেই ছাড়িয়ে গেছেন শচিন-শেবাগকে।

১৯৩ রানের জুটি গড়ে রোহিত ৯৫ রান করে আউট হয়ে ফিরলেও ধাওয়ান খেলেন ১৪৩ রানের ঝড়ো এক ইনিংস।

ওয়ানডেতে শচিন আর শেবাগ মিলে ১১৪ ম্যাচে একসঙ্গে মাঠে নেমে করেছেন ৪ হাজার ৩৮৭ রানের জুটি। যা এতোদিন ছিল ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এবার অজিদের বিপক্ষে ১৯৩ রানের জুটিসহ সবমিলিয়ে ১০২ ম্যাচে রোহিত আর ধাওয়ানের জুটিতে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭১ রান।

ভারতের হয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড আছে শচিন ও সৌরভ গাঙ্গুলির। দু’জন মিলে ১৭৬ ম্যাচে মোট গড়েছেন ৮ হাজার ২২৭ রানের জুটি। শুধু ভারতের হয়ে নয়, ক্রিকেট ইতিহাসে সবার ওপরে আছে শচিন আর সৌরভের এই জুটি। আর এই তালিকায় রোহিত ও ধাওয়ানের জুটি আছে ছয় নম্বরে।

সারাবাংলা/এসএন

ওয়ানডে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর