টানা দুই জয়ে সিরিজ সমতায় অস্ট্রেলিয়া
১০ মার্চ ২০১৯ ২২:০৭
।। স্পোর্টস ডেস্ক ।।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। রোববার (১০ মার্চ) মোহালিতে এই ম্যাচে জয় তুলে ২-২ এ সিরিজ সমতায় ফিরেছে সফরকারী অজিরা।
এর আগে সিরিজের প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছিল ভারত। আর তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিয়েছিল অজিরা। রোববার সিরিজের চতুর্থ ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা (৯৫) ও শিখর ধাওয়ানের (১৪৩) ১৯৩ রানের জুটিতে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান তোলে ভারত। জবাবে উসমান খান (৯১), পিটার হ্যান্ডসকম্ব (১১৭) ও অ্যাস্টন টার্নারের (৮৪) ব্যাটে ভর করে ৪৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা (৩৫৯/৬)।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে দুই উইকেট হারায় অজিরা। ওপেনার অ্যারন ফিঞ্চ শূন্য হাতে ফেরার পর শন মার্শ ফেরেন ৬ রান করে। এরপর তৃতীয় উইকেটে দলের হাল ধরেন উসমান খাজা ও পিটার হ্যান্ডসকম্ব। দু’জন মিলে গড়েন ১৯২ রানের জুটি। তবে সেই জুটি ভেঙে দেন বুমরাহ। তার বলে কূলদ্বীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯১ রানে ফেরেন খাজা।
এরপর ম্যাক্সওয়েল ফেরেন ২৩ রান করে। তবে হ্যান্ডসকম্ব তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। তবে দলীয় ২৭১ রানে ব্যক্তিগত ১১৭ রানে ফেরেন তিনি। এরপর শেষ দিকে অ্যালেক্স ক্যারে ২১ রান করে ফিরলেও ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন টার্নার।
ভারতের হয়ে ৩টি উইকেট নেন জাশপ্রিত বুমরাহ। এছাড়াও একটি করে উইকেট নেন ভূবনেশ্বর কুমার, কূলদ্বীপ যাদব ও যুজভেন্দ্র চাহাল।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ১৯৩ রান করেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তবে সেই জুটি ভেঙে দেন রিচার্ডসন। তার বলে হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯৫ রানে ফেরেন রোহিত। এরপর দলীয় ২৫৪ রানে ধাওয়ান ফেরেন ঝড়ো ব্যাটিং শেষে। ফেরার আগে ১১৫ বলে ১৮ চার ও ৩ ছক্কায় ১৪৩ রানের ইনিংস খেলেন এই ওপেনার।
এরপর বিরাট কোহলি ৭ রানে ফিরলেও লোকেশ রাহুল ২৬, ঋষভ পান্ত ৩৬ কেদার যাদব ১০ ও বিজয় শঙ্কর ২৬ রান করেন।
অজিদের পক্ষে ১০ ওভারে ৭০ রান খরচায় সর্বোচ্চ ৫টি উইকেট নেন কামিন্স। ৩টি উইকেট নেন রিচার্ডসন, আর একটি উইকেট পান অ্যাডাম জাম্পা।
ম্যাচসেরার পুরস্কার আসে অ্যাস্টন টার্নানের হাতে।
সারাবাংলা/এসএন
আরও পড়ুন : শচিন-শেবাগকে টপকে গেলেন রোহিত-শিখর