গোলে-অ্যাসিস্টে শীর্ষে মেসি
১১ মার্চ ২০১৯ ১৫:৫৬
।। স্পোর্টস ডেস্ক ।।
সবশেষ লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বার্সা। পিছিয়ে পড়া দলকে পথে ফেরাতে আরও একবার জ্বলে উঠেছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। দলের হয়ে একটি করে গোল করেন জেরার্ড পিকে, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। পেনাল্টি থেকে নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করান মেসি।
এই জয়ে স্পেনের শীর্ষ লিগে কোনো এক দলের বিপক্ষে নিজেদের ইতিহাসে টানা সর্বোচ্চ ১৩ জয়ের রেকর্ড গড়েছে মেসির দলটি। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নিতে পেনাল্টি থেকে স্কোর করেন মেসি।
ইউরোপের সেরা পাঁচ লিগে এই মৌসুমে সর্বোচ্চ (২৬) গোলের মালিক এখন মেসি। গোল অ্যাসিস্টের রেকর্ডও বার্সার এই ফুটবল জাদুকরের। ১২টি অ্যাসিস্টে সতীর্থদের দিয়ে গোল করানোর দিক দিয়ে শীর্ষে উঠেছেন মেসি। আর্জেন্টাইন তারকা ২৫ ম্যাচে করেছেন ২৬ গোল। তার পরেই আছেন পিএসজির ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে। এই তালিকায় শীর্ষ নয়ে নেই পিএসজির ব্রাজিল তারকা নেইমার। ইনজুরিতে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে তিনি।
ইউরোপের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতারা:
১। লিওনেল মেসি (বার্সা), ২৫ ম্যাচে ২৬ গোল
২। কাইলিয়ান এমবাপে (পিএসজি), ২১ ম্যাচে ২৪ গোল
৩। ফ্যাবিয়ান কোয়াগলিয়ারেলা (সাম্পদোরিয়া), ২৫ ম্যাচে ১৯ গোল
৪। ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস), ২৬ ম্যাচে ১৯ গোল
৫। সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), ২৬ ম্যাচে ১৮ গোল
৬। লুইস সুয়ারেজ (বার্সা), ২৬ ম্যাচে ১৭ গোল
৭। রবার্ট লেভানোডফস্কি (বায়ার্ন মিউনিখ), ২৪ ম্যাচে ১৭ গোল
৮। হ্যারি কেইন (টটেনহ্যাম), ২৬ ম্যাচে ১৭ গোল
৯। মোহামেদ সালাহ (লিভারপুল), ২৯ ম্যাচে ১৭ গোল
এদিকে, সতীর্থদের দিয়ে গোল করানোতেও শীর্ষে মেসি। আর্জেন্টাইন এই তারকা অ্যাসিস্ট করেছেন ১২টি। দুইয়ে আছেন ইংলিশ ক্লাব চেলসির বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ড।
ইউরোপের শীর্ষ লিগের সর্বোচ্চ অ্যাসিস্ট:
১। লিওনেল মেসি (বার্সা), ২৫ ম্যাচে ১২ অ্যাসিস্ট
২। এডেন হ্যাজার্ড (চেলসি), ২৭ ম্যাচে ১১ অ্যাসিস্ট
৩। জাডোন সাঞ্চো (বরুশিয়া ডর্টমুন্ড), ২৫ ম্যাচে ১০ অ্যাসিস্ট
৪। জশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), ২৫ ম্যাচে ১০ অ্যাসিস্ট
৫। রায়ান ফ্রাসের (বোর্নমাউথ), ৩০ ম্যাচে ১০ অ্যাসিস্ট
৬। সেবাস্তিয়ান হলার (ফ্রাঙ্কফ্রুট), ২৪ ম্যাচে ৯ অ্যাসিস্ট
৭। লেরয় সানে (ম্যানচেস্টার সিটি), ২৫ ম্যাচে ৯ অ্যাসিস্ট
৮। পাবলো সারাবিয়া (সেভিয়া), ২৫ ম্যাচে ৯ অ্যাসিস্ট
সারাবাংলা/এমআরপি