Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে রিচার্ডসের বাজির ঘোড়া পাকিস্তান!


১২ মার্চ ২০১৯ ১৬:০৯

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংল্যান্ড বিশ্বকাপের শিরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে রাখতে হয় ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলগুলোকে। কিন্তু ওয়ানডে ফরম্যাটের শক্তিশালী এসব দলকে ছাড়িয়ে এবারের বিশ্বকাপ শিরোপা পাকিস্তানক জিততে পারে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডস।

গত শতাব্দীর অন্যতম সেরা বলা হয় ক্যারিবিয়ান এই কিংবদন্তিকে। এবার ইংল্যান্ডের মোট ১০টি মাঠে চলবে ১২তম ক্রিকেট বিশ্বকাপের মহাযুদ্ধ। তবে এই যুদ্ধে অনেকেই নিজের দেশকে নিয়ে বাজি ধরলেও ভিন্ন মত দিলেন ক্যারিবীয় গ্রেট। বিশ্বকাপ শিরোপা নিয়ে পাকিস্তানকে এগিয়ে রাখার পক্ষে যুক্তিও দিয়েছেন তিনি। পাকিস্তানের ব্যাটসম্যানরা ভালো করলেই ইংল্যান্ড বিশ্বকাপ জেতার বড় সম্ভাবনা আছে বলে মনে করছেন রিচার্ডস। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গত আসরে পাকিস্তান দলের পারফরম্যান্সের কথাই মনে করিয়ে দেন তিনি।

‘পাকিস্তানিদের প্রতিভা আছে। তাদের বোলিং ইউনিট দুর্দান্ত। ব্যাটসম্যানরাও যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে পাকিস্তানের ভালো সুযোগ আছে বলে আমার মনে হয়। চ্যাম্পিয়নস ট্রফি জয়ের আগেও তাদের ধারাবাহিকতা ছিল না। সবার যৌথ পারফরম্যান্সে কি করা যায় সেটাই দেখিয়েছে তারা।’

নিজেদের দিনে যেকোনো দলের বিপক্ষেই অঘটন ঘটাতে পারে পাকিস্তান। আর সেটাই মনে করে দিলেন ভিভ রিচার্ডস, ‘পাকিস্তান দলের সবচেয়ে বড় সমস্যা অধারাবাহিকতা। কিন্তু তারা আনপ্রেডিক্টেবল। তাদের নিয়ে আগেভাগে নিশ্চিত করে কিছু বলা যায় না। ইংল্যান্ড বিশ্বকাপেও এটা প্রতিপক্ষকে আলাদা করে ভাবাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ভিভ রিচার্ডস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর