Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে ব্রাজিলের কৌতিনহো


১২ মার্চ ২০১৯ ১৮:৫৭

।। স্পোর্টস ডেস্ক ।।

ব্রাজিলের সাবেক স্ট্রাইকার ও বিশ্বকাপজয়ী ফুটবলার কৌতিনিহো মারা গেছেন। সান্তোসের এই কিংবদন্তি ৭৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গত জানুয়ারিতে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১৯৪৩ সালের ১১ জুন তিনি ভিয়েরাতে জন্ম নিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি ডায়বেটিসে ভুগছিলেন বলে জানানো হয়।

টুইটারে তার মৃত্যুর খবরটি জানায় ব্রাজিলের ক্লাব সান্তোস। সান্তোস স্টেডিয়ামে তার শেষকৃত্য হবে বলেও জানিয়েছে তারা।

ক্লাব ক্যারিয়ারে সান্তোসে খেলার সময়ই তিনি বিশ্ব ফুটবলে পরিচিতি পান। ক্লাবের হয়ে ৪৫৭টি ম্যাচ খেলেছেন এই সাবেক স্ট্রাইকার। প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৩৭০ বার। সান্তোসের ক্লাব ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। তার উপরে আছেন পেলে এবং পেপে। দলটির হয়ে পেলে করেন ১০৯১ গোল, আর ৩৬৮টি গোল করেন কৌতিনহো।

১৯৫৮ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত পেলের সঙ্গে জুটি বেধেছিলেন কৌতিনহো। সান্তোসের হয়ে দুটি কোপা লিবার্তোদারেস শিরোপা জিতেছিলেন। এছাড়া, দুবার ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ছয়বার ক্যাম্পেয়োনাতো পাউলিস্তা শিরোপা জিতেছিলেন। ব্রাজিলের ১৯৬২ সালের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন তিনি। ব্রাজিলের জার্সিতে খুব বেশি ম্যাচ খেলা হয়নি কৌতিনহোর। হলুদ জার্সিতে খেলেছেন ১৫ ম্যাচ।

সারাবাংলা/এমআরপি

কৌতিনহো ব্রাজিল

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর