Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানকে হারালেই সাফের সেমিতে বাংলাদেশ


১৩ মার্চ ২০১৯ ২০:৩২

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ বয়সভিত্তিক দলের সাফল্য সিনিয়র সাফেও নিয়ে আনতে নেপালে অবস্থান করছে দেশের মেয়েরা। সাবিনা, কৃষ্ণা ও মৌসুমী বাদে সিংহভাগ ফুটবলারই বয়সভিত্তিক দলের। ১১ জনই অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের। তবে, থেমে থাকতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তাদের নিয়েই অভিজ্ঞতা অর্জন করে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে চায় বাফুফে। তারই অংশ হিসেবে নেপালের বিরাটনগরে শুরু হওয়া দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

সেমি ফাইনালের পথে প্রথম বাধা ভুটান। দল হিসেবে কম শক্তিশালী ভুটান। স্বাগতিক নেপালের কাছে উদ্বোধনী ম্যাচে ৩-০ ব্যবধানে হেরেছে ভুটান।

পুরো ম্যাচ গ্যালারিতে বসে দেখেছে লাল-সবুজের কোচ গোলাম রাব্বানী ছোটনসহ মারিয়া-সাবিনা-মৌসুমীরা। লক্ষ্য হিসেবে আপাতত ভুটান ম্যাচকেই চোখ করেছে বাংলাদেশ। অন্তত এই ম্যাচে তিন পয়েন্ট ভাগিয়ে নিতে চায় তারা।

জিতলেই সোজা সেমি ফাইনাল এমন সমীকরণকে সামনে রেখেই বৃহস্পতিবার (১৪ মার্চ) বিরাটনগরের মাঠে নামবে দেশের মেয়েরা। ফুটবলারদের মুখে প্রথম চ্যালেঞ্জেরই সুর আপাতত, ‘আমাদের সবার নজর এখন প্রথম ম্যাচকে ঘিরেই। এই ম্যাচে জেতাটাই আমাদের এখন মূল লক্ষ্য।’

সেই লক্ষ্যে অনুশীলন করে যাচ্ছে মেয়েরা। যদিও বরাদ্দ মাঠ নিয়ে বিরক্তি প্রকাশ করেছে মেয়েরা। এর মধ্যেই সোয়া তিনটার সময় রঙ্গশালা স্টেডিয়ামে ভুটানকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ১৬ মার্চ স্বাগতিক নেপালের সঙ্গে।

সারাবাংলা/জেএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর